X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নামে বচ্চন কেন, শুনুন অমিতাভের মুখেই

বিনোদন ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ১২:৪৮আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৭:২৩

কৌন বনেগা ক্রোরপতির সাম্প্রতিক পর্বে অমিতাভের বিপরীতে হট চেয়ারে বসেছিলেন মহারাষ্ট্রের ভাগ্যশ্রী। কথা প্রসঙ্গে জানালেন, ভালোবেসে বিয়ে করেছিলেন।

এক কন্যাসন্তানও আছে। এদিকে স্বামীর সঙ্গে তার জাত-বর্ণের মিল নেই। এ কারণে সন্তান হওয়ার পর নাতনির চেহারাও দেখতে আসেননি ভাগ্যশ্রীর বাবা। অমিতাভ তখন ভাগ্যশ্রীকে ক্যামেরার দিকে তাকাতে বলেন। তারপর বাবার উদ্দেশে কিছু বলতে বলেন। কান্নাচোখে ভাগ্যশ্রী বললেন, তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়।

এরপরই বোমাটা ছুড়লেন অমিতাভ। জানালেন তার নিজের গল্প। বললেন, তার নামের শেষে বচ্চন শব্দটা থাকারই কথা ছিল না। জাতপাতের কবল থেকে বাঁচার জন্যই তার মা-বাবা দুজনে মিলে শব্দটা যোগ করেন।

অমিতাভ বললেন, ‘আমার মা ছিলেন শিখ পরিবারের মেয়ে, বাবা ছিলেন কায়স্থ। মা-বাবার বিয়ের পর তাদের পরিবার প্রথম কিছু দিন মেনে নেয়নি। পরে মেনে নিলেও তারা ঠিক করেন, এসব জাতপাতের প্রভাব তারা সন্তানের ওপর পড়তে দেবেন না। এ কারণে গোটা পরিবারের নামের শেষে বচ্চন শব্দটি জুড়ে দেওয়া হলো। যা ঠিক কোনও জাত-বর্ণ বোঝায় না। আর আমি যে ঘটনা বললাম, সেটা কিন্তু ১৯৪২ সালের।’

পরিশেষে ভাগ্যশ্রীর বাবার উদ্দেশে বিগ-বি অমিতাভ বলেন, তিনি যেন দ্রুত তার মেয়ে ও তার পরিবারের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করে নেন।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…