X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সংস্কারের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ, ৪০ কিমি দীর্ঘ যানজট

ইবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ২১:২৪আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২১:২৪

সংস্কারের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা ওই মহাসড়ক অবরোধ রাখেন শিক্ষার্থীরা। এ সময় উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটার এলাকা ব্যাপী যানজটের সৃষ্টি হয়।

এর আগে বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বিভিন্ন হল প্রদক্ষিণ করে প্রধান ফটকে মিলিত হন তারা। সমাবেশের এক পর্যায়ে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তবে এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘আমরা অবিলম্বে এই সড়কের সংস্কার চাই। আমরা এই দুর্ভোগ আর চাই না। এ জন্য প্রশাসনের যা যা করণীয় সেটাই করার দাবি আমাদের।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আটকে পড়া বিভিন্ন গাড়ির চালকরা একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, ‘এই রাস্তা খুবই খারাপ। আমাদের ভীষণ দুর্ভোগ পোহাতে হয়। আজও দুই ঘণ্টা জ্যাম ছিল। এই আন্দোলন যৌক্তিক।’

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রশাসন ও শিক্ষার্থীদের এক বৈঠকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিকুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।’

 

/এমএএ/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা