X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাপুয়া নিউগিনি ম্যাচে বাংলাদেশের চাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ২১:৫০আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২১:৫০

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের এই জায়গাতে ঘাটতি যথেষ্ট। এমনকি প্রথম পাওয়ার প্লেতেও যথেষ্ট রান তুলতে ব্যর্থ হচ্ছেন, হাতে উইকেট থাকার পরও! স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে দুই ম্যাচেই পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি বলে স্কোরবোর্ডে প্রত্যাশামতো রান ওঠেনি। সহযোগী দেশগুলোর বিপক্ষে লড়াইয়ে এটা তেমন প্রভাব না ফেললেও ‘মূল পর্বে’ গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে লাল-সবুজ জার্সিধারীদের। তাই তো পাপুয়া নিউগিনি ম্যাচে পাওয়ার প্লেতে উন্নতি চাইছেন মাহমুদউল্লাহ।

স্কটল্যান্ডের বিপক্ষে ১৪০ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ২৫, তাও ২ উইকেট হারিয়ে। ব্যাটারদের ‘খামখেয়ালি’ ব্যাটিংয়ে স্কটিশেদের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ। ওমানের বিপক্ষেও তেমনটাই দেখা গেছে। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯। অথচ ওমানের মতো দল তুলেছে ৪৭ রান। বাংলাদেশের পাওয়ার প্লেতে ব্যাটিং দেখে হারের শঙ্কাও জেগেছিল। শেষ পর্যন্ত বোলারদের কল্যাণে সেটি হয়নি। ২৬ রানে জিতে বিশ্বকাপে টিকে আছে বাংলাদেশ।

পাওয়ার প্লেতে কীভাবে উন্নতি করা যায়, সেই বিষয়ে সতীর্থদের তাগাদা দিয়েছেন মাহমুদউল্লাহ। পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়কের চাওয়া, ‘আমরা কিছু জায়গায় উন্নতি করতে চাই। কিছু ভুল শোধরাতে চাই। আমি মনে করি, প্রথম ৬ ওভারের ব্যাটিংয়ে উন্নতি করা দরকার। এই সময়ের বোলিংয়েরও। শেষের দিকে বোলিংটা ভালো হচ্ছে, এটা স্বস্তির।’

ওমানের বিপক্ষে জিতেও খুব বেশি উদযাপন করেনি বাংলাদেশ। মাহমুদউল্লাহ মনে করেন জিতলেও এখনও অনেক জায়গায় উন্নতির প্রয়োজন আছে, ‘আমরা জিতেছি, এজন্য খুশি। কিন্তু আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। আশা করি, (ওমানের বিপক্ষে) জয়ের পর সবাই খুশি। দর্শকদের ধন্যবাদ, যারা মাঠে এসেছেন খেলা দেখতে। দর্শকদের জন্য, দেশের জন্য একটা জয় পাওয়া অনেক বড় ব্যাপার।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া