X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৫ কোটি টাকায় হলো শ্রীপুর পৌর ভবন 

গাজীপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১২:২০আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১২:৩৭

প্রতিষ্ঠার ২১ বছর পর মূল ভবনে দাফতরিক কার্যক্রম শুরু করেছে শ্রীপুর পৌরসভা। বুধবার (২০ সেপ্টেম্বর) গাজীপুর-৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র অনিছুর রহমান। ভবনের প্রবেশদ্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মিত হয়েছে। 

পৌরসভার প্রকৌশলী তবিবুর রহমান জানান, চার কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে মূল ভবনটি নির্মিত হয়েছে। ১০ হাজার ৫০০ বর্গফুটের ভবনটি নির্মাণে সময় লেগেছে দেড় বছর। নবনির্মিত ভবনে জনপ্রতিনিধি ও সব দাফতরিক শাখা সমূহের আলাদা কক্ষ রয়েছে। এতে জনপ্রতিনিধিসহ ৫০ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর অফিস স্থান সংকুলান হবে। প্রস্তাবিত ১০ তলা ভবনের মধ্যে তিন তলার কাজ সম্পন্ন হয়েছে। ভবনটির একটি বেজমেন্ট যানবাহনের জন্য নির্ধারিত। বাড়তি জনবলের জন্য ভবনের অন্যান্য ফ্লোর নির্মাণকাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। 

ভবন উদ্বোধনের পর গাজীপুর-৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, শ্রীপুর পৌর ভবন উদ্বোধনের মধ্যদিয়ে পৌরবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে। এতে এ অঞ্চলের নাগরিকদের উন্নত সেবা প্রদান নিশ্চিত হয়েছে।

শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, জায়গা নির্ধারণ ও তা বন্দোবস্তের জন্য মামলা সংক্রান্ত জটিলতা ছিল। মামলা মোকাবিলা করে প্রতিষ্ঠার ২১ বছর পর মূল ভবনে যাচ্ছে পৌরসভার সব ধরনের কার্যক্রম।

ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর ছিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল মামুন, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আতিকুর রহমান জুয়েল প্রমুখ।  

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি