X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পিএনজির বিপক্ষে হারের ইতিহাসও আছে বাংলাদেশের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৪:২৫আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৪:৫৭

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি বড় কোনও প্রতিপক্ষ নয়। তবে অনেকদিন থেকেই তারা ক্রিকেট খেলে আসছে। একসময় আইসিসি ট্রফিতে পিএনজির বিপক্ষে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। ২৯ বছর আগে খেলা ওই ওয়ানডে ৩ উইকেটে জিতেছিল তারা। আজ (বৃহস্পতিবার) যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের, তখন চাইলে ওই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতেই পারে পিএনজি।

২৯ বছর আগে ১৯৮২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অ্যাসোসিয়েটস ট্রফিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পিএনজি। ম্যাচটি ছিল তৃতীয় স্থান নির্ধারণী। ওই প্রতিযোগিতায় মোট ১৬ দল অংশ নিয়েছিল। বাংলাদেশ হয়েছিল চতুর্থ। এখন ওয়ানডে ক্রিকেট ৫০ ওভারের হলেও তখন ছিল ৬০ ওভারের। ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ২২৪ রান করতে পারে। জবাবে ১৮ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছিল পিএনজি।

পিএনজির বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন বাংলাদেশের ওপেনার ইউসুফ রহমান বাবু। জাতীয় দলের হয়ে যেকোনও আইসিসি ইভেন্টে কোনও ব্যাটারের ওটাই ছিল প্রথম সেঞ্চুরি। বাবুর ব্যাট থেকে এসেছিল ১১৫ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেছিলেন নাজিম সিরাজী।

২২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে পিএনজি দলীয় পারফরম্যান্সে জয়ের দেখা পায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ডব্লিউ মাহা। তার ব্যাট থেকে আসে ৬০ রানের ইনিংস। ৪১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আপি লেকা। এছাড়া টাউ আও ৩৯ ও টাউনাও ভাই ২৩ রান করে দলের জয়ে অবদান রাখেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে আনোয়ারুল আমিন আজহার, ওমর খালেদ রুমি ও গাজী আশরাফ লিপু পেয়েছিলেন ২টি করে উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!