X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

১৯ মাস পর প্রাণ ফিরেছে জাবি ক্যাম্পাসে

জাবি প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১৪:৪৯আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৪:৪৯

করোনা মহামারির কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্বাভাবিক ক্লাস ও পরীক্ষা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পদচারণা আর উচ্ছ্বাসে সে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণ। নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট। 

অনাবাসিক শিক্ষার্থীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের বাসে করে, কেউ রিকশায়, কেউ হল থেকে হেঁটে এসেছেন নিজের শ্রেণিকক্ষে। প্রত্যেকটি অনুষদের সামনে হাত ধোয়ার জন্য বসানো হয়েছে বেসিন, সঙ্গে রয়েছে হ্যান্ডওয়াশ। অনুষদের পাশাপাশি অনেক বিভাগেও একই ব্যবস্থা করা হয়েছে।

বিভাগের ঢোকার সময় প্রবেশপথে ছিল শিক্ষার্থীদের তাপমাত্রা মাপার ব্যবস্থা। লাল গোলাপ আর চকলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিভিন্ন বিভাগ। ‘নো মাস্ক, নো এন্ট্রি’ লিখে টানানো ছিলো নির্দেশনা।

জাবিতে শুরু হয়েছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম ক্লাস শেষে শিক্ষার্থীরা টিএসসি, ক্যাফেটেরিয়া, মুরাদ চত্বর, মুন্নী চত্বর, শহীদ মিনার কিংবা পরিবহণ চত্বরে আড্ডায় মেতে ওঠেন। দীর্ঘদিনের কথা যেন আর ফুরোয় না। 

মুরাদ চত্বরে আড্ডার ফাঁকে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, করোনায় এতদিন যে অবস্থায় ছিলাম, এতে প্রত্যেকেরই কিছু না কিছু হারিয়েছি। এতদিন পর বন্ধু, শিক্ষকদের দেখা পেয়ে আমরা খুবই আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে ক্লাসও শুরু করেছি। আশা করি ঠিকভাবে ক্লাস এবং পরীক্ষা চালিয়ে যেতে পারবো।  

শিক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে চারুকলা বিভাগের করিডরে বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে শিক্ষার্থী মু’তাসিম বিল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ায় আমরা সরাসরি পাঠদানে ফিরতে পেরেছি। দীর্ঘসময় বাসায় থাকার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এখন শিক্ষকদের সঙ্গে দেখা হবে, বন্ধুদের সঙ্গে হবে গল্প-আড্ডা, সব মিলিয়ে অনেক ভালো সময় কাটবে আশা করি।

দীর্ঘ সময় পর ক্লাসে শিক্ষার্থীদের দেখা পেয়ে শিক্ষকরাও অনেক আনন্দিত। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন শেখ আদনান ফাহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, দেড় বছর ধরে আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। অনেক প্রতীক্ষার পর আজ থেকে সরাসরি ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে দেখা। এটা সত্যিই আনন্দের। 

বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য তাপমাত্রা মাপার যন্ত্র ব্যবহার করা হচ্ছে করোনার ঝুঁকি কাটিয়ে নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম চাীরয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই শিক্ষক। তিনি বলেন, স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলার প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রবেশের মুহূর্তে তাদের তাপমাত্রা পরিমাপ করিয়ে গোলাপ ফুল ও চকলেটের মাধ্যমে বরণ করে নিয়েছি। রয়েছে হাত ধোয়ার ও স্যানিটাইজ করার ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করারও ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?