X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এখনও পানিবন্দি ৩০ গ্রামের ৩৫ হাজার মানুষ

নীলফামারী প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১৬:৪৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৬:৫৬

নীলফামারীর ডালিয়া পয়েন্টে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৩টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে পানি উন্নয়ন বোর্ড রেড অ্যালার্টও (লাল সংকেত) জারি করেছিল।

নদীতে পানি বাড়ায় গত দুই দিনে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার অন্তত ৩০ গ্রামের ৩৫ হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। অপরদিকে, ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫ ইউনিয়নের প্রায় পাঁচ হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে রয়েছে। হাজার, হাজার একর পুকুরের মাছ বানের পানিতে ভেসে গেছে। ভেঙে গেছে ব্যারাজের উত্তরের ফিউজসহ ছোটখাট কয়েকটি বাঁধ। নিরাপদ পানি ও খাদ্য সংকটে ওইসব এলাকার মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। কর্মজীবী মানুষ বেকার হয়ে বসে আছেন। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। চরম দুর্ভোগে পড়েছেন বানভাসি মানুষ।

পাউবো ডালিয়া ডিভিশনের বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ সূত্র জানায়, উজানের ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বুধবার সকাল থেকে বন্যা পরিস্থিতি অবনতি হতে থাকে। বৃহস্পতিবার পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঘরবাড়ি ডুবে যাওয়ায় মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন

উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামের বানভাসি তহিদুল ইসলাম (৪৫) বলেন, ‘নদীর পানি বৃদ্ধির ফলে ছোটখাতা গ্রামের সাত শতাধিক বাড়িতে পানি প্রবেশ করেছে। পানিবন্দি এসব পরিবার চুলা জ্বালাতে না পেরে শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছে। অন্যদিকে, বয়স্ক ও শিশুরা খাবার সংকটে পড়েছে। সরকারের পক্ষে আজ কিছু ডাল, চাল ও তেল পাওয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।’

একই গ্রামের গৃহিণী আবিদা বেগম (৩৫) বলেন, ‘নদীর পানি বাড়ায় গত মঙ্গলবার রাত থেকে রান্না করতে পারিনি। বুধবার দিনভর ছেলে মেয়েদের নিয়ে শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছি। আজ তিন দিনের মাথায় সরকারের পক্ষে ১০ কেজি করে চাল দিয়েছে। বন্যায় বাড়িঘর ভেসে গেছে। আপাতত স্কুলে রাত কাটাতে হচ্ছে।’

এখনও পানিবন্দি ৩০ গ্রামের ৩৫ হাজার মানুষ

খালিশাচাঁপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘তিস্তাবেষ্টিত এলাকার প্রায় পাঁচটি সুরক্ষা বাঁধ বিধ্বস্ত হয়ে গ্রামগুলোতে পানি ঢুকেছে। আশ্রয়ণ কেন্দ্র না থাকায় বন্যাকবলিত মানুষরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।’

পূর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ‘মঙ্গলবার রাত থেকে নদীর পানি বাড়তে শুরু করে। বন্যার পানি ওঠানামার ফলে ইউনিয়নের ঝাড়শিংহেশ্বর, পূর্বছাতনাই গ্রামের দুই হাজার পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে রোপিত আমন ক্ষেতের। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব এলাকার মানুষের শত শত একর পুকুরের মাছ বানের জলে ভেসে গেছে। পরিবারগুলোর খাদ্য সংকটের পাশাপাশি শিশু খাদ্য ও সুপেয় পানির অভাব দেখা দিয়েছে।’

এখনও পানিবন্দি ৩০ গ্রামের ৩৫ হাজার মানুষ

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা প্রিন্স জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় পানি কমে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন মানুষ। তবুও ব্যারাজের ৪৪টি স্লুইস গেট (জলকপাট) খুলে রাখা হয়েছে।’

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুব হাসান বলেন, ‘সরেজমিনে জনপ্রতিনিধিদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে জানা গেছে পাঁচ হাজার পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে দুই হাজার ১০০ পরিবারের মধ্যে শুকনো খাবারসহ চাল, ডাল ও তেল বিতরণ করা হয়। এছাড়াও বন্যা মোকাবিলায় গতকাল ৭০০ প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। আগামীকাল বাকি পরিবারের মধ্যে একইভাবে খাবার বিতরণ করা হবে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর থেকে ৪৯ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া ঢাকায় আরও ১০ লাখ টাকা ও পাঁচ হাজার শুকনো খাবারের চাহিদাপত্র পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি দেখলো আমিরাত, মরু শহর দুবাইয়ে বন্যা
কাজাখস্তানে ভয়াবহ বন্যা, প্রায় এক লাখ মানুষ স্থানান্তর
সর্বশেষ খবর
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?