X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নারীদের মিছিলে সাংবাদিকদের পেটালো তালেবান

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ১৮:১০আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:১০

কাবুলে নারীদের অধিকারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচির খবর সংগ্রহ করার সময় বেশ কয়েকটি সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তালেবান। বৃহস্পতিবার শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের পাশে প্রায় ২০ জন নারীর একটি দল এই মিছিলে অংশ নেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

বিভিন্ন রঙের হিজাব পরে মিছিলে অংশ নেওয়া নারীরা স্লোগান দেন, ‘শিক্ষাকে নিয়ে রাজনীতি করবেন না’। কয়েকজন নারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমাদের কাজ ও শিক্ষার অধিকার নেই’, ‘বেকারত্ব, দারিদ্র্য ও ক্ষুধা’।

এএফপি সাংবাদিক জানান, তালেবান কর্তৃপক্ষ নারীদের প্রায় দেড় ঘণ্টা বিনা বাধায় মিছিল করতে দেয়। তবে এক বিদেশি সাংবাদিককে রাইফেলের বাট দিয়ে আঘাত করেছে এক তালেবান যোদ্ধা। ওই আলোকচিত্রী সাংবাদিককে লাথি মারেন ওই যোদ্ধা। একইসঙ্গে পেছন থেকে আরেক যোদ্ধা তাকে ঘুসি মারেন। আরও অন্তত দুই সাংবাদিক পিটিয়েছে তালেবান যোদ্ধারা।

কাবুলে নারীদের মিছিল

আয়োজকদের একজন জাহরা মোহাম্মদী জানান, ঝুঁকিতে থাকার পরও তারা এই মিছিল আয়োজন করেছেন। তিনি বলেন, পরিস্থিতি এমন যে, তালেবান কোনও কিছুকেই শ্রদ্ধা করে না: সাংবাদিক না, বিদেশি ও স্থানীয় নারীদের না। মেয়েদের স্কুল অবশ্যই চালু হওয়া উচিত। কিন্তু তালেবান এই অধিকার আমাদের কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, সব মেয়ে ও নারীদের জন্য আমার বার্তা হলো, তালেবানকে ভয় পাবেন না, এমনকি যদি আপনার পরিবার বাড়ি থেকে বের হতে না দিলেও। ভয় পাবেন না, আত্মত্যাগ করুন, নিজের অধিকারের জন্য লড়াই করুন। আমাদের এই ত্যাগ স্বীকার করতে হবে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে থাকে।

নারীদের মিছিলের পাশাপাশি শিশুদেরও হাঁটতে দেখা গেছে। তবে এটি স্পষ্ট নয় যে, তারা মিছিলের অংশ ছিল কিনা।

/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা