X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রিয়াঙ্কার সঙ্গে সেলফি তোলায় পুলিশ সদস্যদের নোটিস

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ০৩:৫৭আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৩:৫৭

ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সেলফি তোলায় দেশটির একদল নারী পুলিশ সদস্যকে নোটিস পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়ে এই নোটিস জারি করেন লখনউয়ের পুলিশ কমিশনার ধ্রুবকান্ত ঠাকুর।

উত্তরপ্রদেশে পুলিশি হেফাজতে মৃত এক দলিত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার লখনউ থেকে আগ্রার উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা। লখনউ-আগ্রা এক্সপ্রেস ওয়েতেই তাকে আটকে দেয় পুলিশ। আর সেখানেই কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। বিনা মাস্কেই সেলফি নিতে দেখা যায় বেশ কয়েকজন নারী পুলিশ সদস্যকেও।

বিকেলে লখনউ পুলিশ জানায়, ১৪৪ ধারা ভেঙে পাঁচ জনের বেশি একসঙ্গে যাওয়ার কারণেই প্রিয়াঙ্কার গাড়ি আটকানো হয়। সূত্রের খবর, এই অবস্থায় কংগ্রেস নেত্রীর সঙ্গে উর্দিধারীদের সেলফি পুলিশি আচরণবিধি লঙ্ঘন করেছে কি না সে বিষয়ে লখনউয়ের ডেপুটি উপ পুলিশ কমিশনারকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশার।

এদিকে সেলফি তুলে নারী পুলিশ সদস্যদের বিপাকে পড়ার ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘আমার সঙ্গে সেলফির এই ছবি যোগী প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে। সেজন্যই নারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার সঙ্গে ছবি তোলা যদি অপরাধ হয়, তাহলে আমাকেই শাস্তি দিন। এই মেধাবী ও বিশ্বস্ত পুলিশ সদস্যদের ক্যারিয়ার নষ্টের কোনও মানে হয় না।’

প্রসঙ্গত, ২৫ লাখ রুপি চুরির অভিযোগে অরুণ বাল্মিকী নামে দলিত পরিবারের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছিল আগ্রার জগদীশপুরা থানার পুলিশ। মঙ্গলবার পুলিসি হেফাজতেই তার মৃত্য হয়। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বুধবার লখনউ যান প্রিয়াঙ্কা।

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি