X
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৫:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (২২ অক্টোবর) সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৭৩৭৪টি। প্রতি আসনের বিপরীতে লড়েছেন  ২১.৯০ জন।

সকাল সাড়ে এগারোটায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ব্যবসায়িক শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, "দুটি হল পরিদর্শন করলাম। পরীক্ষার্থীরা প্রশ্নের মান ও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। ২৭ হাজার পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ১৭ হাজার পরীক্ষার্থীর আসন পড়েছে। বাকি ১০ হাজার পরীক্ষার্থী ঢাকার বাইরে সাতটি ক্যাম্পাসে পরীক্ষা দিচ্ছে। আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছে, ক্যাম্পাস এখন তাদের পদচারণায় মুখরিত। এখন পর্যন্ত সবাই সুস্থ আছে, এটা একটি আশাব্যঞ্জক দিক। এসময় উপাচার্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

পরীক্ষা শেষে বের হচ্ছেন ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ছবি: নাসিরুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, "সাতদিন আগের তথ্য মতে টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা ৯২ শতাংশেরও ওপরে ছিলো। আমার মনে হয় এখন আমরা পঁচানব্বই-ছিয়ানব্বই শতাংশে পৌঁছে গেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণের সুযোগ তৈরি হয়েছে কিনা - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে শুধু করোনাকে বিবেচনায় নিয়ে ঢাকার বাইরে ভর্তি পরীক্ষা নিচ্ছি এমন কিন্তু না। আমাদের মূল উদ্দেশ্য ছিলো পরীক্ষার্থী, অভিভাবকদের নানাবিধ ভোগান্তি,  শ্রম,  অর্থ অপচয় লাঘব করা। এসময় তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অন্য বিশ্ববিদ্যালয়গুলো এইরকমভাবে ভর্তি পরীক্ষা নিতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান। জাতির যে কোনও ক্রান্তিলগ্নে, যেকোনও দুর্যোগে, যেকোনও সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনবদ্য ভূমিকা রাখবে।"

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাবি উপ-উপাচার্য(প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মঈনসহ আরও অনেকে।

করোনা মহামারির কারণে এবারই প্রথম ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পড়েছে। আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পড়েছে ১৭ হাজার ১৩৭ জনের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮১৯ জনের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৫৫৯ জনের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯৫ জনের, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬০৬ জনের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৬জনের, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৭০ জনের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৩৬২ জনের।

/এমএস/

সম্পর্কিত

ঢাবির শতবর্ষে শিক্ষার্থীদের ৪৫ হাজার রিস্টব্যান্ড দিলো 'নগদ'

ঢাবির শতবর্ষে শিক্ষার্থীদের ৪৫ হাজার রিস্টব্যান্ড দিলো 'নগদ'

‘উন্নয়ন অগ্রযাত্রায় সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে ঢাবি’

‘উন্নয়ন অগ্রযাত্রায় সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে ঢাবি’

বিশ্বমানের জনসম্পদ তৈরিতে প্রয়োজন বাড়তি মনোযোগ ও বিনিয়োগ: আতিউর

বিশ্বমানের জনসম্পদ তৈরিতে প্রয়োজন বাড়তি মনোযোগ ও বিনিয়োগ: আতিউর

ঢাবি ও দেশের ইতিহাস অবিচ্ছেদ্য: শিক্ষামন্ত্রী

ঢাবি ও দেশের ইতিহাস অবিচ্ছেদ্য: শিক্ষামন্ত্রী

সর্বশেষসর্বাধিক

লাইভ

ঢাবির শতবর্ষে শিক্ষার্থীদের ৪৫ হাজার রিস্টব্যান্ড দিলো 'নগদ'

ঢাবির শতবর্ষে শিক্ষার্থীদের ৪৫ হাজার রিস্টব্যান্ড দিলো 'নগদ'

‘উন্নয়ন অগ্রযাত্রায় সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে ঢাবি’

‘উন্নয়ন অগ্রযাত্রায় সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে ঢাবি’

বিশ্বমানের জনসম্পদ তৈরিতে প্রয়োজন বাড়তি মনোযোগ ও বিনিয়োগ: আতিউর

বিশ্বমানের জনসম্পদ তৈরিতে প্রয়োজন বাড়তি মনোযোগ ও বিনিয়োগ: আতিউর

ঢাবি ও দেশের ইতিহাস অবিচ্ছেদ্য: শিক্ষামন্ত্রী

ঢাবি ও দেশের ইতিহাস অবিচ্ছেদ্য: শিক্ষামন্ত্রী

‘রাজনীতিতে ধর্মের অপব্যবহারের ফলে সাম্প্রদায়িকতা বেড়েছে’

‘রাজনীতিতে ধর্মের অপব্যবহারের ফলে সাম্প্রদায়িকতা বেড়েছে’

'ডাকসু নির্বাচনের জন্য গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি শক্তিশালী করা প্রয়োজন'

'ডাকসু নির্বাচনের জন্য গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি শক্তিশালী করা প্রয়োজন'

সাত কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সাত কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দেশের অর্থনীতি এখন ভেতর থেকে শক্তিশালী: ড. আতিউর

দেশের অর্থনীতি এখন ভেতর থেকে শক্তিশালী: ড. আতিউর

ঢাবির চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় ৯৭ ভাগই ফেল

ঢাবির চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় ৯৭ ভাগই ফেল

ঢাবি সাংবাদিকদের মোবাইল জার্নালিজমের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাবি সাংবাদিকদের মোবাইল জার্নালিজমের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

সর্বশেষ

ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার

ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার

ভালো পেসার আসবে কবে? সুজন বললেন, ‘আল্লাহ যেদিন দেন’

ভালো পেসার আসবে কবে? সুজন বললেন, ‘আল্লাহ যেদিন দেন’

প্যাকম্যান গেম আসছে ফেসবুকে

প্যাকম্যান গেম আসছে ফেসবুকে

ওমিক্রনের সংক্রমণ ও ভয়াবহতা নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

ওমিক্রনের সংক্রমণ ও ভয়াবহতা নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

‘সংবাদপত্র রুগ্ন হয়ে পড়েছে’

‘সংবাদপত্র রুগ্ন হয়ে পড়েছে’

© 2021 Bangla Tribune