X
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

শিশির নয়, অজিদের মনোযোগ পাওয়ার প্লেতে

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৯:০৯

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। তাই রাতের উইকেটে শিশিরের একটা ‘প্রভাব’ থাকছেই। অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবশ্য প্রাকৃতিক এই বিষয়টিকে বড় করে দেখছেন না। তিনি মনে করেন, পাওয়ার প্লের নিয়ন্ত্রণেই সাফল্যের মূল রহস্য লুকিয়ে।

টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ শনিবার, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তাদের ৫ ম্যাচের চারটিই আবার দিনের বেলায় শুরু হবে। তৃতীয় ম্যাচটি হবে দিবা-রাতে। ফিঞ্চ বলেছেন, ‘টুর্নামেন্টে শিশির একটা প্রভাব রাখবে এটা নিয়ে সন্দেহ নেই। তবে শিশির যতই পড়ুক, যদি আপনি পাওয়ার প্লে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে সেটি জয়ের পথে অনেক বড় ভূমিকা রাখবে।’

সামনের দিকে শিশিরের পরিমাণ বাড়বে, যখন নাকি আবহাওয়া আরও ঠাণ্ডার দিকে যাবে। তখন আবার টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ফিঞ্চ, ‘কন্ডিশন একটু ঠাণ্ডার দিকে গেলে শিশিরের পরিমাণ বাড়বে। তেমনটি হলে টস একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।’

১৮ মাসে ঠাসাভাবে ক্রিকেট খেলার সুযোগ হয়নি অস্ট্রেলিয়ার। এই পর্যায়ে দুই প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাসের জ্বালানি মিলেছে বলে মনে করেন অজি অধিনায়ক, ‘বিগত ১৮ মাসে আমরা সেভাবে ক্রিকেট খেলতে পারিনি। ওই হিসেবে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

/এফআইআর/      

সম্পর্কিত

বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না উইলিয়ামসন

ভারতকে ৫৩ রানে গুটিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে ৫৩ রানে গুটিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

অভিষেকে রঙিন গল্প লেখা হলো না জয়ের

অভিষেকে রঙিন গল্প লেখা হলো না জয়ের

শেষ বিকালে লন্ডভন্ড বাংলাদেশ

শেষ বিকালে লন্ডভন্ড বাংলাদেশ

quiz
সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune