X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘লোকে কী বলছে আর লিখছে তাতে আমাদের কিছুই করার নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ২১:০১আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:০২

আগামীকাল (২৪ অক্টোবর) শারজাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘আসল’ বিশ্বকাপ শুরু হচ্ছে বাংলাদেশের। যেখানে প্রতিপক্ষ নিয়ে নিখুঁত বিশ্লেষণে বুঁদ হয়ে থাকার কথা, সেখানে নিজেদের মধ্যেই চলছে কথার লড়াই! যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে গেছেন, কে কী বলছে বা লিখছে তাতে তার দলের কিছুই করার নেই।

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর সিনিয়র ক্রিকেটারদের সমালোচনা করতে গিয়ে ক্ষোভ উগরে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার বক্তব্যের জবাবে পাপুয়া নিউগিনিকে হারানোর পর মাহমুদউল্লাহ বলেছিলেন, সমালোচনা করতে গিয়ে কাউকে যেন ছোট না করা হয়। কথার লড়াই এখানেই থামেনি! বিসিবি প্রধান আবার এক সাক্ষাৎকারে মাহমুদউল্লাহর বক্তব্যকে ‘আবেগের বিস্ফোরণ’ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে সংবাদমাধ্যমও দুজনের ‘কথার লড়াই’ নানান ঢংয়ে প্রকাশ করছে। সবকিছু মিলিয়ে ড্রেসিং রুমের পরিবেশ স্বস্তিকর থাকার কথা নয়।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ‘কথার লড়াই’ দলে কোনও প্রভাব ফেলছে কিনা এমন প্রশ্নে ডমিঙ্গো বলেছেন, ‘আমি এখানে শুধু ক্রিকেটে মনোযোগ দিতে এসেছি। দলের বাইরে কী কথা হচ্ছে, সেটায় আমি মনোযোগ দিতে পারি না। কালকের (রবিবার) জন্য দলকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করে তোলার দিকেই আমার মনোযোগ।’

বাইরের বিষয় নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না বাংলাদেশের প্রধান কোচ, ‘আপনি যখন বাংলাদেশের হয়ে খেলছেন এবং ফল ভালো যাচ্ছে না, তখন সবসময়ই সমালোচনা হবে। এটা আন্তর্জাতিক খেলাধুলারই অংশ। কোচিংয়ের একটা বড় অংশ হলো দলের ক্রিকেটারা কী নিয়ন্ত্রণ করতে পারে, তার ওপর মনোযোগ বাড়ানো। লোকে কী বলছে আর লিখছে তাতে আমাদের কিছুই করার নেই।’

সবকিছু পেছনে ফেলে কেবল পারফরম্যান্সের দিকেই মনোযোগ ডমিঙ্গোর, ‘আমরা যতক্ষণ ওইসবে (বাইরের বিষয়) মনোযোগ রাখবো, ততক্ষণ ক্রিকেট থেকে আমাদের মনোযোগ সরে থাকবে। অথচ ক্রিকেটেই মনোযোগ থাকার কথা আমাদের। যার ওপর আমাদের মনোযোগ থাকা দরকার, সেটা নিয়েই আমাদের কথা বলা উচিত। আর আমরা এটাতেই প্রতিজ্ঞতাবদ্ধ। আর সেটা হলো ক্রিকেট।’

দক্ষিণ আফ্রিকার কোচ আরও যোগ করেছেন, ‘আমরা আমাদের পারফরম্যান্সে মনোযোগ দিতে পারি, আমাদের পারফরম্যান্স মূল্যায়ন করতে পারি। যে বিভাগে উন্নতি দরকার, তা নিয়ে কাজ করতে পারি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা