X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভোটের পর রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মির: অমিত শাহ

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ২২:৩৩আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৩৩

আসন পুনর্বিন্যাসের পর আয়োজিত নির্বাচনের পর রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে জম্মু-কাশ্মির। শনিবার তিনদিনের উপত্যকা সফরে গিয়ে একথা বলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৯ সালের আগস্টে কাশ্মিরের বিশেষ মর্যাদা ও সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম সেখানে সফর করছেন তিনি।

অমিত শাহ এমন সময় কাশ্মির সফর করছেন যখন উপত্যকায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। হামলা চালানো হয়েছে অন্য রাজ্যের শ্রমিক ও কাশ্মিরের পণ্ডিতদের ওপর। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলে ভারতীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হচ্ছে।

শ্রীনগরের যুব ক্লাবের সদস্যদের উদ্দেশ করে দেওয়া ভাষণে অমিত শাহ বলেন, কেন আমরা আসন পুনর্বিন্যাস থামাব? কিছুই থামবে না। পুনর্বিন্যাসের পর নির্বাচন হবে এবং পরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

অমিত শাহ বলেছেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত অপরিবর্তনযোগ্য।

২০১৯ সালের ৫ আগস্টের পর কাশ্মিরে যোগাযোগ বন্ধ ও কারফিউ জারি সমর্থন করে ভারতীয় মন্ত্রী বলেন, জীবন বাঁচাতে এটি ছিল তিক্ত ওষুধ। কারফিউ কেন এবং ইন্টারনেট বন্ধ নিয়ে তখন অনেক সমালোচনা ছিল। আমি জবাব দিচ্ছি। প্রথমত আমি একটি প্রশ্ন করতে চাই। ৭০ বছর ধরে তিনটি পরিবার শাসন করছে। কেন কাশ্মিরে ৪০ হাজার মানুষ নিহত হলো? আপনাদের কাছে কোনও জবাব আছে?

অমিত শাহ আরও বলেন, ওই সময় মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে, কয়েকটি বিদেশি শক্তিও এতে জড়িত ছিল। আমরা কারফিউ জারি না করলে কতজন বাবা তাদের তরুণ ছেলের লাশ কাঁধে নিত। কারফিউ দিয়ে কাঁদের জীবন রক্ষা করা হয়েছে? কাশ্মিরের তরুণদের রক্ষা করা হয়েছে।

তার মতে, বিশেষ মর্যাদা বাতিল করে কাশ্মিরকে জঙ্গিবাদ থেকে উন্নয়নে নিয়ে আসা হয়েছে। দুই বছর আগে কাশ্মিরের খবর ছিল জঙ্গিবাদ ও পাথর নিক্ষেপ। আজ তা উন্নয়ন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও তরুণদের অংশগ্রহণ। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

/এএ/
সম্পর্কিত
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া