X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পরীমণির জন্মদিনে বোর্ডিং পাস ও ভিউকার্ড সংস্কৃতি!

সুধাময় সরকার
২৪ অক্টোবর ২০২১, ০১:২৯আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮:০৯

দিন যত গড়াচ্ছে, পরীর পাখা ততই বিস্তৃত হচ্ছে আকাশে। আদালতপাড়া আর শুটিং লোকেশন- দুটোই চলছে সমান্তরাল। এরমধ্যে এসে গেলো পরীর বাৎসরিক দুই আনন্দের অন্যতম দিন।

মূল প্রসঙ্গে যাওয়ার আগে বলা ভালো, পরীমণি মূলত বছরে দুইবার সত্যি সত্যি আকাশে পাখা মেলেন। একটি কোরবানির ঈদে বিএফডিসিতে, অন্যটি নিজের জন্মদিনে।

তো জেলমুক্তির পর দ্রুত সময়ে এসে গেলো পরীর জন্মদিন। আজ (২৪ অক্টোবর) এই ঢালিউড সুপার ওমেনের জন্মদিন। যথারীতি দিনটিকে ঘিরে পরী উড়ছেন আকাশে। মানিকগঞ্জে টানা শুটিং চলা গিয়াস উদ্দিন সেলিমের ইউনিট থেকে বের করলেন একদিনের ছুটি। জন্মদিনের জমকালো আয়োজন করছেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এদিন সন্ধ্যার পর আমন্ত্রণ জানালেন বেছে বেছে। ড্রেসকোডের ছলে বলে দিলেন, এবার তিনি উড়বেন শান্তির সাদা আর রেড অক্টোবরের মশাল নিয়ে। তাই মেয়েদের জন্য লাল আর ছেলেদের জন্য সাদা পোশাকের আবদার রাখলেন। দাওয়াতপত্রেও রাখলেন নতুনত্ব।

উড়োজাহাজের বোর্ডিং পাসের আদলে করেছেন ইনভাইটেশন কার্ড। যেখানে তিনি আমন্ত্রিতকে আহ্বান করেছেন এই বলে, ‘নিখাদ হৃদয় নিয়ে তুমি আমার কাছে এসো, এরপর আমার সঙ্গে উড়াল দিও- অনন্ত আকাশে।’ এমন আহ্বান কিংবা দাওয়াতের আইডিয়া সচরাচর মেলে না, নায়িকা তো নয়ই- আজকাল আর তেমন কোথাও না।

এদিকে রবিবার সন্ধ্যার পর পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে দিনটি কাটবে পরীর। সকাল থেকে দুপুর নাগাদ সময় দেবেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। কাটবেন কেক, বিতরণ করবেন বিভিন্ন উপহার সামগ্রী, জানালেন পরী।

এই জন্মদিনকে ঘিরে আরও একটি বিশেষ বিষয় ফিরে এলো চলচ্চিত্রে। পরীমণির শুটিং চলতি সিনেমা ‌‘প্রীতিলতা’র পক্ষ থেকে ২৪ অক্টোবর প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিট) অন্তর্জালে প্রকাশ হলো ভিউকার্ড!   
  
পরীমণির জন্মদিনে বোর্ডিং পাস ও ভিউকার্ড সংস্কৃতি! একটা সময় ছিল যখন চলচ্চিত্র তারকাদের ছবি, সিনেমার দৃশ্য দিয়ে ভিউকার্ড প্রকাশ হতো। বিক্রি হতো পথে পথে কিংবা দোকানে। প্রিয় তারকাদের সেই ভিউকার্ড সংগ্রহ করতো ভক্তরা। বাংলা চলচ্চিত্রের অন্যতম সৌন্দর্য ছিল এই ভিউকার্ড কালচার। প্রায় দুই দশক পর পরীমণির জন্মদিনকে ঘিরে সেই ভিউকার্ড সংস্কৃতি ফিরে এলো।

টিম ‘প্রীতিলতা’ জানালো, পরীমণির জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল ভিউকার্ড প্রকাশ করেছে তারা। যেখানে স্থান পেয়েছে প্রীতিলতার বেশে পরীমণির ছবিটি। 

এর আগে ২০ জুলাই প্রকাশ করা হয়েছিল ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের টেস্ট লুক। যেখানে প্রীতিলতা রূপে হাজির হয়ে পরীমণি অবাক করে দিয়েছিলেন তার ভক্ত-সমালোচকদের। 

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’র ৩৫ ভাগ শুটিং এরমধ্যে শেষ। শিগগিরই শুরু হচ্ছে বাকি অংশের কাজ।

পরীমণি বর্তমানে ‘গুনিন’ ছবির শুটে ব্যস্ত আছেন মানিকগঞ্জে। এরপর তিনি অংশ নেবেন অরণ্য আনোয়ারের ‘মা’ ও সঞ্জয় সমদ্দারের ‘বায়োপিক’ সিনেমার শুটে। এরফাঁকেই শেষ করবেন ‘প্রীতিলতা’র বাকি কাজ। কাছাকাছি সময়ে শুরু হওয়ার কথা চয়নিকা চৌধুরীর প্রথম ওয়েব সিরিজ ‘অন্তরালে’র কাজও।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে ‘মুখোশ’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ শিরোনামের দুটি সিনেমা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
ওয়ালটনের পণ্য কিনলে কোটি টাকার নিশ্চিত উপহার
ওয়ালটনের পণ্য কিনলে কোটি টাকার নিশ্চিত উপহার
পরীমণির মাদক মামলা চলবে
পরীমণির মাদক মামলা চলবে
পরীমণির মাদক মামলা চলবে কিনা, রায় ২২ ফেব্রুয়ারি 
পরীমণির মাদক মামলা চলবে কিনা, রায় ২২ ফেব্রুয়ারি 
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক