X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে বাহনের চাপে সড়কে যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ অক্টোবর ২০২১, ১১:২৪আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৪:০৭

রাজধানী ঢাকায় ঘর থেকে বের হলেই সড়কে আটকে থাকার ভোগান্তি যেন নিয়মিত হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত যানজট লেগে আছে। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন নগরবাসী। রবিবার (২৪ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আজ সকালে রাজারবাগ, ফকিরেরপুল, কাকরাইল, দৈনিক বাংলা, বাংলা মোটর, কাওরান বাজার, এফডিসি মোড়, হাতিরঝিল, মগবাজার, শাহবাগ, ফার্মগেট, বিজয় স্মরণীসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট লক্ষণীয়। প্রতিটি ট্রাফিক সিগন্যালে কয়েক মিনিট অপেক্ষা করতে হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সড়কে অনেকক্ষণ আটকে থাকায় বিরক্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

তেজগাঁওয়ে এফডিসি মোড়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন পাঠাও চালক সিরাজ উদ্দিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ মোড়ে মোড়ে অন্যান্য দিনের তুলনায় যানজট একটু বেশি। প্রতিটি সিগন্যালে ৫-১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।’

রবিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি সড়ক থেকে তোলা (ছবি: সাজ্জাদ হোসেন)

মিরপুর থেকে আগারগাঁও এবং মহাখালী হয়ে গুলশান-১ নম্বর পর্যন্ত এসেছে আলিফ বাস। পরিবহনটির সহকারী (হেলপার) রাজ্জাক হোসেনের মন্তব্য, ‘রাস্তায় গতি নিয়ে গাড়ি চালানো যাচ্ছে না। সবখানে যানজট লেগে আছে। খুব ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। প্রতিটি সড়কে প্রাইভেটকারের সংখ্যাই বেশি।’

তরঙ্গ পরিবহনের চালক গিয়াস উদ্দিনের কথায়, ‘যে পথ অতিক্রম করতে ১৫ মিনিট লাগে, সেখানে আজ লাগছে ৩০ মিনিট। মোটরসাইকেল, প্রাইভেটকারসহ সব গাড়ি উবার-পাঠাও হিসেবে রাস্তায় নেমে পড়েছে। আগে এসব গাড়ি অবসরে পার্কিংয়ে থাকতো। যে কারণে যানজট বাড়ছে। তাছাড়া মেট্রোরেলসহ উন্নয়ন কাজের খোঁড়াখুঁড়ি তো আছেই।’

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!