X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাকিব-মোস্তাফিজকে নিয়ে লঙ্কানদের ‘বিশেষ ভাবনা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৩:০৬আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৩:০৬

ঐতিহাসিক শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ (রবিবার) বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ দিয়েই ‘আসল’ বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে মাহমুদউল্লাহদের। বিকাল ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশের চেয়ে এই ফরম্যাটে অনেকটাই এগিয়ে লঙ্কানরা। শারজার স্লো উইকেটে দুই দলের স্পিনারদের উপভোগ্য লড়াইয়ের প্রত্যাশা। তবে শ্রীলঙ্কার বাড়তি নজর থাকছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ওপর। তাদের নিয়ে ‘বিশেষ ভাবনা’র কথা শুনিয়েছেন দলটির অধিনায়ক দাসুন শানাকা।

সংযুক্ত আরব আমিরাতের অন্য ভেন্যুগুলোর চেয়ে শারজার উইকেট বেশি স্পিন বান্ধব। বিশেষ করে, বাংলাদেশের স্পিনারদের জন্য শারজার উইকেট হয়ে উঠতে পারে মিরপুরের ২২ গজ! ফলে সাকিব-শেখ মেহেদী হাসানদের নিয়ে লঙ্কানদের ভয় থাকাটা স্বাভাবিক! পাশাপাশি এমন উইকেট মোস্তাফিজের স্লোয়ার আর কাটারেরও দারুণ সহায়ক। সব মিলিয়ে তাই সাকিব ও মোস্তাফিজকে ঘিরে রণকৌশল সাজাচ্ছে লঙ্কানরা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শানাকা বলেছেন, ‘তাদের (বাংলাদেশ) ভালো কয়েকজন বোলার আছে। আইপিএলে উইকেট ব্যবহার হওয়ায় একটু মন্থর আছে শারজাতে। বিশেষ করে, সাকিব ও ফিজ (মোস্তাফিজ) আছে। এই জায়গায় অবশ্যই ভাবনার আছে। তাদের অনেক ভালো স্পিনার আছে। উইকেট নিয়ে বেশি ভাবছি না। আমরা আমাদের শক্তির জায়গা দিয়ে খেলবো। তারা ভালো দল। দলে রয়েছে সাকিব, মোস্তাফিজ, মাহমুদউল্লাহ...।’

এছাড়া শারজার স্লো উইকেটে দারুণ লড়াইয়ের আভাস দিয়ে রাখলেন লঙ্কান অধিনায়ক, ‘আমরা খুব ভালো ম্যাচ আশা করছি। কোয়ালিফায়ার থেকে তারা (বাংলাদেশ) ভালোভাবেই উঠেছে। কিন্তু টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা কী করতে পারি সবাই জানে। আমার মনে হয়, একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা