X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ফেনীতে বিশৃঙ্খলার ঘটনায় ২ যুবকের জবানবন্দি 

ফেনী প্রতিনিধি 
২৫ অক্টোবর ২০২১, ১৪:১১আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৪:১২

ফেনীতে সনাতন ধর্মাবলম্বীদের আশ্রমসহ দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তৌহিদুল ইসলাম ওরফে জিদান (২০) ও গোলাম মোরশেদ খান (২১) নামে দুই যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার সন্ধ্যায় (২৪ অক্টোবর) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে তারা এই জবানবন্দি দেন। জবানবন্দি শেষে দু’জনকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এটি মামলার তদন্তে এবং ঘটনার মূল হোতাদের চিহ্নিত করতে সহায়তা করবে বলে জানান তিনি। 

ফেনীতে বিশৃঙ্খলার ঘটনায় দুই মামলায় ৪০০ অজ্ঞাতনামা আসামি

পুলিশ ও আদালত সূত্র জানা গেছে, তৌহিদুল ইসলাম ওরফে জিদান আদালতে বিচারকের সামনে বলেন, তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। স্থানীয় একটি বহুমুখী সমবায় সমিতিতে চাকরির কারণে তিনি গত কয়েক বছর ফেনী শহরের পশ্চিম উকিলপাড়ায় পরিবার–পরিজনের সঙ্গে বসবাস করেছেন। ফেনীতে মন্দিরে হামলার দিন ১৫ অক্টোবর বিকালে তিনি সমিতির কাজে শহরের লালপুল এলাকায় ছিলেন। একই দিন মাগরিবের নামাজের আগে দু’বন্ধু তাকে শহরের ট্রাংক রোডের বড় মসজিদের সামনে যেতে বলায় তিনি সেখানে যান। মসজিদের সামনে গিয়ে আরও কয়েকজন পরিচিত বন্ধুর সঙ্গে সেখানে তার দেখা হয়। তখন পাশের মন্দিরের সামনেও বেশ কিছু লোকজন ছিলে। তাদের সঙ্গে কিছু ইটপাটকেল বিনিময় ঘটে। তখন পুলিশ তাদের মসজিদে এবং হিন্দুদের মন্দিরে ঢুকিয়ে দেয়। মাগরিবের নামাজের পর তারা আবার মসজিদ থেকে বের হয়ে সামনে জড়ো হন। আবারও ইটপাটকেল বিনিময় হয়। 

এক পর্যায়ে তারা ৩০-৩৫ জন শহরের মডেল হাইস্কুলের সামনে গিয়ে জড়ো হন। সেখানে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেন। পরে তারা শহরের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম-মন্দিরের সামনে চলে যান। আশ্রমের সামনে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে তিনিসহ তার বন্ধুরা। এছাড়া আশ্রম–মন্দিরের জানালা ও কিছু আসবাবপত্রও ভাঙচুর করেন তারা। সেখানে তার পূর্ব পরিচিত ১২-১৪ জন ছিলেন। বাকিদের তিনি চেনেন না বলে জানান। 

অপর দিকে গোলাম মোরশেদ ফেনীর স্থানীয় একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, ১৫ অক্টোবর বন্ধুদের ফোন পেয়ে শহরের বড় মসজিদের সামনে যান তিনি। সেখানে পরিচিত আরও কয়েকজনকে দেখতে পান তিনি। ইটপাটকেল নিক্ষেপ থেকে শুরু করে মন্দিরে হামলায় ঘটনায় তিনিও জড়িত ছিলেন বলে আদালতে জানান।
 
ফেনী মডেল ধানার ওসি নিজাম উদ্দিন বলেন, ১৫ অক্টোবর রাতে ফেনী শহরের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম, ট্রাংক রোড ও বড় বাজারের দুটি কালীমন্দিরে হামলা এবং শহরের তাকিয়া রোডে হিন্দুদের দোকানপাটে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার তৌহিদুলের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। মোরশেদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার বড়হালিয়া গ্রামে। তাদেরকে গত শুক্রবার গ্রেফতার করা হয়। এ নিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করে। হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ, র‍্যাব ও মন্দির কমিটির পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় মোট চারটি পৃথক মামলা করা হয়েছে।



/টিটি/
সম্পর্কিত
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ সজীব ওয়াজেদ জয়ের
শুভেচ্ছা জানাতে পূজামণ্ডপে সাইফুদ্দীন মাইজভাণ্ডারী
চোখের জলে মা দুর্গাকে বিদায় (ফটো স্টোরি)
সর্বশেষ খবর
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের