X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এক জেলায় ১০ মাসে সড়কে ঝরলো ১৩৬ প্রাণ

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৫ অক্টোবর ২০২১, ১৬:০৬আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:০৬

চলতি বছরের জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১০ মাসে ময়মনসিংহ জেলায় ১৩৩টি সড়ক দুর্ঘটনায় ১৩৬ জন নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন আরও ১৭৩ জন। 

এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রায়হানুল ইসলাম। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ময়মনসিংহ কার্যালয় কর্তৃক জুম অ্যাপে আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

রায়হানুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এবং ত্রিশাল হলো সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা। ১০ মাসে ত্রিশালে ৩৯টি এবং ভালুকায় ২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে হলে সুষ্ঠু ট্রাফিক এবং পরিকল্পিত সড়ক ব্যবস্থা জরুরি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আলোচনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা মোটর মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা অংশ নেন। 

আলোচনায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, সড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে হলে চালকের গতিসীমা নিয়ন্ত্রণ করা জরুরি। ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করার পাশাপাশি থ্রি-হুইলার মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে। এ ছাড়া সড়কে চলাচলকারী পথচারী এবং চালকদের সচেতন করতে হবে।

আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সড়ককে নিরাপদ রাখতে এবং দুর্ঘটনারোধে সবার সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ গত ১৬ অক্টোবর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলের ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে এক পরিবারের চার জনসহ বাসের সাত যাত্রী নিহত হন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হককে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এখনও প্রতিবেদন জমা দেয়নি কমিটি।

/এএম/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত
বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত
সর্বশেষ খবর
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন