X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে হামলা: বিএনপি-জামায়াত নেতাসহ গ্রেফতার ১১

নোয়াখালী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ১৭:৩৮আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭:৩৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পূজামণ্ডপ, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াতের নেতাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলো—নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল (৩৯), জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান (৩৮), সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফয়সাল বারী চৌধুরী (৪৫), একই ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব বেলায়েত হোসেন (২৬), সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হারুন অর রশীদ (৪৮), বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের তোফায়েল আহমেদের ছেলে আলাউদ্দিন (২৮), একই উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মজিবুল হকের ছেলে ফজলুল করিম সুমন (৩২), চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের রুহুল আমীনের ছেলে আবদুল বাকী শামীম, কোম্পানীগঞ্জের চরহাজারী ৩ নম্বরে ওয়ার্ডের আবদুস সোবহানের ছেলে মিন্টু (২৩), চাটখিল উপজেলার ছয়ানি টগবা গ্রামের শাহজাহানের ছেলে পারভেজ হোসেন (২৯) ও সোনাইমুড়ীর দক্ষিণ পেয়ারপুর গ্রামের মৃত বদি আলমের ছেলে আব্দুল বারেক (৫৫)।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাসহ বিভিন্ন অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকায়, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সংঘবদ্ধভাবে সরকার ও একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি করেছেন। ভিডিও ফুটেজ ও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, দুর্গাপূজা চলাকালে হামলা-ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ২৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় ৯০ জন ও সন্দেহভাজন ১০২ জনসহ মোট ১৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চার জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জেলার ২৬টি মামলার মধ্যে বেগমগঞ্জ মডেল থানায় করা হয়েছে ১১টি। এর মধ্যে এজাহারনামীয় ৬৪ জন ও সন্দেহভাজন ৭১ জনসহ মোট ১৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
ঈদের ছুটিতে ভ্রমণের আড়ালে ইয়াবা পাচার, গ্রেফতার ২
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ