X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

এবার লঙ্কান যুবাদের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ২১:২৩আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:২৩

কঠিন সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে মিস ফিল্ডিংয়ের খেসারত দিয়েছে সাকিব-মাহমুদউল্লাহরা। হেরেছে ম্যাচ। সোমবার শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষেও জয়ের সুযোগ তৈরি করে হতাশ করেছে যুবদল। ৩ ওভারে ১৮ রান করলেই হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ ছিল। ব্যর্থ হওয়ায় টানা ৫ ম্যাচ হেরে লঙ্কান সফর শেষ করেছে লাল-সবুজ জার্সীধারীরা।

সামনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো বিদেশ সফরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু শ্রীলঙ্কার মাটিতে যুবারা মোটেও সুবিধা করতে পারেনি। শ্রীলঙ্কা সফরে পঞ্চম ও শেষ ওয়ানডেতে হেরেছে ৪ রানে। 

অথচ টানা চার হারের পর শেষটা জয়ে রাঙানোর সুযোগ ছিল বাংলাদেশ দলের। একটা সময় পর্যন্ত সেই পথেই ছিল। ২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাহফিজুল ইসলামের হাফসেঞ্চুরির পর আইচ মোল্লার পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ৪৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২২৩। আইচ মোল্লাদের ১৮ বলে ১৮ রান প্রয়োজন ছিল। কিন্তু সহজ এই লক্ষ্য ছুঁতে পারেনি বাংলাদেশ। ১৮ বলে ১৩ রান করতেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ডাম্বুলায় ৪ রানের হারে ৫-০ তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে মাহফিজুল ৮৫ বলে ৬২ রান করেন। এছাড়া আইচ মোল্লা (৫৫), ইফতিখার হোসেন (৩২) ও প্রান্তিক নওরোজ নাবিল (৩৩) রান করেছেন। এর আগে চামিন্দু বিক্রমাসিংহের ১০২ রান ও শেভন ড্যানিয়েলের ৫৯ রানে ভর করেই ৯ উইকেটে ২৪০ রান করে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুশফিক হাসান। এছাড়া দুটি করে উইকেট নেন রিপন মন্ডল ও আহসান হাবীব।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
ভুল শুধরে সফল অঙ্কন, জিতেছে মোহামেডান
সর্বশেষ খবর
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের