X
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

পাকিস্তানের আবেগের ম্যাচ, উইলিয়ামসন দেখছেন ভিন্নভাবে

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৪:৪১

ভারতের বিপক্ষে ম্যাচটা বাবরদের কাছে নিঃসন্দেহে আবেগের ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষেও যে আবেগ স্পর্শ করবে, তা বলেই দেওয়া যায়। সিরিজ বাতিল করায় তাদের কাছে এক নম্বর শত্রুতে পরিণত নিউজিল্যান্ড! মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপে এ দুটি দলই মুখোমুখি হবে রাত ৮টায়।

টুর্নামেন্টের আগেই ড্রেস রিহার্সালে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। কিন্তু নিরাপত্তার অজুহাতে আকস্মিকভাবে পাকিস্তান সফর বাতিল করে ফিরে যায় নিউজিল্যান্ড। পরিণতিতে পাকিস্তান শিবিরে ‘দেখিয়ে দেওয়ার’ মানসিকতা তৈরি হয়েছিল।

কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন অবশ্য এমনটা মোটেও মানতে রাজি হলেন না। দুই দলের সম্পর্কটা স্বাভাবিকভাবেই দেখছেন তিনি, ‘দুই দলের মাঝে ভালো সম্পর্ক বিরাজ করছে। বিগত কয়েক বছরে একে অন্যের সঙ্গে আমরা অনেক ম্যাচ খেলেছি। আমি নিশ্চিত ম্যাচটা সঠিক স্পিরিটেই খেলা হবে। তবে এ নিয়ে সন্দেহ নেই পাকিস্তান আজ অনেক সমর্থন পাবে। কারণ ওরা সংযুক্ত আরব আমিরাতেই অনেক দিন ধরে খেলছে।’

সিরিজ বাতিলের প্রসঙ্গটি উইলিয়ামসনের কাছেও তোলা হয়েছিল। কিউই অধিনায়ক ওই সফরে দলের সঙ্গী না হলেও বলেছেন, ‘এমন পরিস্থিতি হতাশাজনক। আমি জানি, ওরা এই সিরিজটি খেলার জন্য কী পরিমাণ অপেক্ষায় ছিল। বিশেষ করে খেলাটা যখন পাকিস্তানে হওয়ার কথা। কিন্তু সিরিজটি না হওয়ায় বিষয়টি সত্যি-ই লজ্জার।’

/এফআইআর/    

সম্পর্কিত

ভারত বসলো টেস্টের সিংহাসনে

ভারত বসলো টেস্টের সিংহাসনে

দুই পেনাল্টি মিস ও লাল কার্ডের ম্যাচে কেউ জেতেনি

দুই পেনাল্টি মিস ও লাল কার্ডের ম্যাচে কেউ জেতেনি

লঙ্কা প্রিমিয়ার লিগে আল আমিনের ২ উইকেট

লঙ্কা প্রিমিয়ার লিগে আল আমিনের ২ উইকেট

বিপিএলে দল পেতে ৮ ফ্র্যাঞ্চাইজির আগ্রহ

বিপিএলে দল পেতে ৮ ফ্র্যাঞ্চাইজির আগ্রহ

quiz
সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune