X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সমৃদ্ধির ২২ বছর উদযাপন করলো প্রিমিয়ার ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৮:০৭আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৮:০৮

সমৃদ্ধির ২২ উদযাপন করলো দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (২৬ অক্টোবর) কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা সদস্যদের মধ্যে মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ এবং নাহিয়ান হারুন। 

উত্তরোত্তর সাফল্যের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল। তার অনুভূতিতে, ‘শুরুটা হয়েছিল সেই ১৯৯৯ সালে। তারপর থেকে আমরা মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় এতদূর আসতে পেরেছি। আমাদের ব্যাংক দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমৃদ্ধিময় উন্নয়নে আমাদের গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।’

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম জানান, বর্তমানে প্রিমিয়ার ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ নেমে এসেছে আড়াই (২ দশমিক ৫০) শতাংশের নিচে। এছাড়া অন্যান্য সূচকে গত কয়েক বছরে ব্যাংকটি বেশ উন্নতি করেছে। গত একবছরের ব্যবধানে ব্যাংকের আমানতে ১৫ শতাংশ, মুনাফায় ৭০ শতাংশের বেশি, রেমিট্যান্স আহরণে ৫৮ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে। তার আশা, ‘আগামী পাঁচ বছরের মধ্যে এই ব্যাংক সব ধরনের সূচকে দেশের শীর্ষপর্যায়ের একটি ব্যাংক হয়ে উঠবে। সমৃদ্ধির এই পথচলা অব্যাহত থাকবে।’

ব্যাংকটির উপদেষ্টা মুহাম্মদ আলীর কথায়, ‘বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের নেতৃত্বে গত ২২ বছরে সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে প্রিমিয়ার ব্যাংক উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।’

/জেএইচ/
সম্পর্কিত
কৃষকরাই অর্থনীতির মূল চলনশক্তি: স্পিকার
জেমিনি সি ফুডের দ্বিতীয় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া