X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শাবিপ্রবিতে আট দিনে টিকা নিয়েছেন ১৭১৭ শিক্ষার্থী 

শাবিপ্রবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ০৮:৩৭আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৮:৪২

শিক্ষার্থীদের করোনার টিকার আওতার আনতে সিলেট সিটি করপোরেশনের সহায়তায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ফাইজারের টিকা প্রদানের ব্যবস্থা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। গত ১৬ অক্টোবর শুরু হওয়া এ কার্যক্রমে আট দিনে টিকা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এক হাজার ৭১৭ শিক্ষার্থী। 

বুধবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন জানান, গত ১৬ অক্টোবর থেকে আমরা টিকা প্রদান শুরু করি। প্রতিদিন সকাল ১০টা দুপুর ২টা পর্যন্ত টিকা দেওয়া হয়। এ পর্যন্ত ১৭১৭ শিক্ষার্থী টিকা পেয়েছেন। প্রথমের মাস্টার্সের শিক্ষার্থীদের দিয়ে শুরু করলে পরে চলমান সব সেশনের শিক্ষার্থী টিকা পেয়েছেন। এমনকি শিক্ষার্থী পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে স্পট রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারছেন শিক্ষার্থীরা।

টিকার দ্বিতীয় ডোজের ব্যাপারে তিনি বলেন, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দ্বিতীয় ডোজ টিকা শিক্ষার্থীরা অবশ্যই পাবে। কবে থেকে দেওয়া হবে তা পরবর্তীতে জানানো হবে। 

এদিকে ‌‘জাতীয় পরিচয়পত্র ছাড়া শিক্ষার্থীরা টিকার সনদপত্র পাবে না’ উল্লেখ করে ড. কবির হোসেন বলেন, টিকার সনদ পেতে অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে। এ জন্য দ্বিতীয় ডোজ নিতে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আমরা নেবো। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে। 

শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হয়ে গেছে। সর্বশেষ ২৭ অক্টোবর ৮ম দিনে ১৯৮ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার সূত্রে জানা গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ জনের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা
অস্থিরতার মধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন উপাচার্য
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তিলোত্তমা ও সম্পাদক তাফসির
সর্বশেষ খবর
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা