X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চলনবিলে মুক্ত হলো দেড় শতাধিক পাখি, দুই শিকারির জরিমানা

নাটোর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৬:১১আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬:১১

বেশ কিছুদিন থেকেই অতিথি পাখি শিকার বন্ধ ও শিকারিদের ধরতে অভিযান চললেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন শিকারিরা। তাই পাখি শিকারিদের ধরতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালালেন চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলার ইউএনও। চার কিমি পথ হেঁটে ধরলেন দুই শিকারিকে। তাদের জরিমানা করে মুক্ত করা হয়েছে দেড় শতাধিক অতিথি পাখি।

ইউএনও তমাল হোসেন জানান, দুই শিকারিকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ ওই অভিযানে তার নেতৃত্বে পুলিশ, গ্রামপুলিশ ও পাখিপ্রেমীসহ দশ জন অংশ নেন।

ইউএনও বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার ধারাবারিষা ও নাজিরপুর ইউনিয়নের ধারাবারিষা, সিধুলী, চলনালি, চরকাদহ, নাজিরপুর, রাণীনগরসহ প্রায় ১৫টি মাঠে পরিবেশকর্মীদের নিয়ে ওই অভিযান পরিচালনা করা হয়। সে সময় পাখি শিকার করার ২৫টি কিল্লা বা ফাঁদ জব্দ এবং ২৫টি বকসহ দেড় শতাধিক অতিথি পাখি উদ্ধার করা হয়। চলনালি মাঠ থেকে ওই এলাকার পাখি শিকারি সেলিম হোসেন ও আহমদ আলীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি জানান, জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন পরিবেশকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!