X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বেতন-ভাতার দাবিতে কয়েক হাজার পোশাক শ্রমিক-কর্মচারীর বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৭:৪৩আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭:৪৩

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের রফতানিমুখী তৈরি পোশাক কারাখানা ওপেক্স গ্রুপ সিনহা গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ওপেক্স গ্রুপ সিনহা গার্মেন্টস শ্রমিক-কর্মচারী অধিকার আদায় কমিটির ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে কয়েক হাজার শ্রমিক-কর্মচারী অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন– বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শবনম হাফিজ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, জেলা কমিটির সভাপতি এম এ শাহীনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

শ্রমিক নেতৃবৃন্দ জানান, সিনহা গার্মেন্টস মালিকপক্ষ শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বকেয়া বেতন, ভাতা ও আইনগত পাওনা পরিশোধ না করে গত ১৯ অক্টোবর কারখানা বন্ধ ঘোষণা করে। এতে প্রায় বারো হাজার শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিক নেতৃবৃন্দ অবিলম্বে বন্ধ কারখানা খুলে দিয়ে শ্রমিকদের সব ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় মহাসড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে কমিটির নেতৃবৃন্দ দাবি বাস্তবায়নের জন্য এনডিসির মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপি তুলে দেন।

/এমএএ/
সম্পর্কিত
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
রাজধানীতে বাস, ট্রেন ও সিএনজির ধাক্কায় প্রাণ গেলো ৩ জনের
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা