X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কারাগারে থেকে নির্বাচনে জয়ী, অবশেষে জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ অক্টোবর ২০২১, ২১:৩৬আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:৩৬

অবশেষে শপথ অনুষ্ঠানের আগে জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের (চকবাজার) উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত নুর মোস্তফা টিনু। আদালত জামিন আবেদন মঞ্জুর করার পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে তিনি কারাগার থেকে মুক্তি পান। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার দেওয়ান তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর যাছাই-বাছাই শেষে বিকাল ৪টায় নুর মোস্তফা টিনুকে মুক্তি দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর হাইকোর্ট থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন নুর মোস্তফা টিনু। সকালে জামিনের কাগজপত্র ৪র্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়। জামিন মঞ্জুরের আদেশের পক্ষে টিনুর আইনজীবী আদালতে জামিননামা দাখিল করেন। আদালত জামিন মঞ্জুরের কপি দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠান।

টিনুর বিরুদ্ধে চকবাজার এলাকায় সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে চকবাজার ও পাঁচলাইশ থানায় চারটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় দায়ের করা একটি মামলায় টিনু এতদিন কারাগারে ছিলেন। 

২০১৯ সালের ২২ অক্টোবর রাতে র‍্যাব সদস্যরা অস্ত্রসহ গ্রেফতারের পর চকবাজার থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি করে। ওই মামলায় অন্তবর্তীকালীন জামিনে কারাগার থেকে বের হন। এরপর উচ্চ আদালতের নির্দেশে গত ২০ জুন চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন থেকে টিনু কারগারে ছিলেন। কারাগারে থেকেই টিনু চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে অংশ নেন।

/এএম/
সম্পর্কিত
এবারের আবেদনেও জামিন পাননি জবির সহকারী প্রক্টর
সাংবাদিকের ওপর হামলা: ছাত্রলীগ নেতাসহ দুই জনের জামিন
ফের জামিন নামঞ্জুর ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়