X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ২২:৩০আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার বিকল্প নেই। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল চারটায় ক্যারিবীয়দের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানীতে থাকা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকের বিপক্ষে জিততে মরিয়া। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহানের কথাতে মিললো তেমন ইঙ্গিত।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচটা হারলে কাগজে কলমে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে বাংলাদেশের। সে কারণেই নিজেদের স্বপ্ন পূরণের শেষ সুযোগ মাহমুদউল্লাহদের সামনে। ম্যাচ নিয়ে সোহান বলেছেন, ‘টুর্নামেন্টে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ। এখন আমাদের সবার মনোযোগ এই ম্যাচ নিয়েই। যদি আমরা কালকের (শুক্রবার) ম্যাচটা ভালোভাবে শুরু এবং শেষ করতে পারি। তবে সামনে যে ম্যাচগুলো আছে, সেগুলো আরো সহজ হয়ে যাবে।’

কাগজে-কলমে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকলেও দলটির সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। বাংলাদেশের মতো তারাও দুটি ম্যাচ হেরেছে। সোহানের আশা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেই ঘুরে দাঁড়ানো সম্ভব বাংলাদেশের, ‘আমার মনে হয়, টি-টোয়েন্টিতে ছোট বা বড় দল নেই। নিজেদের দিনে যারা ভালো করবে, তারাই জিতবে। আর আমার মনে হয়, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগেও দেখেছি, বাংলাদেশ দলের খারাপ সময় এসেছে, সেখান থেকেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। এবারও সেভাবে আসতে পারি। আমরা কেবল একটা ম্যাচ জেতার অপেক্ষা করছি।’

আশার কথা হচ্ছে, ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো। এখন পর্যন্ত মোট ১২ ম্যাচের মধ্যে ৬বার তাদের পরাজিত করেছে। সেই প্রসঙ্গ টেনে সোহান বলেন, ‘খেলা শেষেই ফল দেখা যাবে কিন্তু আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে হবে । যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই তিনটা সিরিজে  আমরা ভালো খেলেছি, সেগুলো আরও বেশি অনুপ্রেরণা দেবে।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন