X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লঙ্কানদের সহজেই হারালো অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ২৩:৫৬আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২৩:৫৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটি কঠিন করে জিতলেও বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সহজেই জিতেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনও সংগ্রাম করতে হয়নি অজিদের। ১৮ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা।

আজ (বৃহস্পতিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার ইনিংসের পর মনে হচ্ছিল লড়াইটা কঠিনই হবে। কিন্তু ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ওপেনিং করা ৭০ রানের জুটির ওপর ভর করে জয়ের ভীতটা তৈরি করে ফেলে অস্ট্রেলিয়া। ফিঞ্চ ৩৭ রানে আউট হলেও ওয়ার্নার পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ৪২ বলে ১০ চারে ওয়ার্নার ৬৭ রানের ইনিংস খেলেছেন। দীর্ঘদিন পর রানের দেখা পেয়েছেন অজি এই ব্যাটার।

এরপর দ্রুত গ্লেন ম্যাক্সওয়েল (৫) বিদায় নিলেও স্টিভেন স্মিথ ও মার্কাস স্টয়নিসের অবিচ্ছন্ন ২৫ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। স্মিথ ২৮ ও স্টয়নিস ১৬ রানে অপরাজিত ছিলেন।

লঙ্কান বোলারদের মধ্যে ওয়ানিন্দু হাসারাঙ্গা দুইটি উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি নেন দাসুন শানাকা।

এর আগে টস হেরে আগে ব্যাটিং নিয়ে শুরুতেই ওপেনার পথুম নিসাঙ্কাকে হারায়। লঙ্কান ইনিংস মেরামতের কাজটা আসলে করেছেন বাংলাদেশের কাছ থেকে জয়ে ছিনিয়ে নেওয়া লঙ্কান দুই ব্যাটার চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকশে। আজ দ্বিতীয় ম্যাচেও হাসলো তাদের ব্যাট। এই দুই ব্যাটারের সঙ্গে কুশল পেরেরার স্কোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা।  কুশল পেররা ২৫ বলে ৩৫ এবং চারিথ খেলেন ২৭ বলে ৩৫ রানের ইনিংস। শেষ দিকে ভানুকার ২৬ বলে ৩৩ রানের ইনিংস লঙ্কান স্কোরকে দেড়শ ছাড়িয়ে নিতে ভূমিকা রাখে।

অস্ট্রেলিয়ার হয়ে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ১২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। এছাড়া প্যাট কামিন্স ও মিচেল স্টার্কও দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন