X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফেরি দুর্ঘটনা ও ফ্লাইওভারে ‘ফাটলে’র ঘটনায় দোষীদের বিচার দাবিতে সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৪:৫২আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৪:৫২

পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনা ও চট্টগ্রামের ফ্লাইওভারে ‘ফাটলে’র ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ দাবি জানান।

সমাবেশে তারা বলেন, সারা দেশে উন্নয়নের নামে বর্তমানে হরিলুট চলছে। এই লুটেরাদের বিচারের আওতায় আনতে হবে। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের একটি ফ্লাইওভারে নির্মাণের কয়েক বছরের মধ্যে ফাটল দেখা দিয়েছে। এর জন্য সরকারের উচিত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তের ব্যবস্থা করা। অন্যদিকে পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে।

তারা বলেন, অনেক সরকারি কর্মকর্তা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। যে সময় যে দায়িত্ব পালন করতে হবে, সে সময়ে সেই দায়িত্ব তারা পালন করেন না বলেই আজকে রাষ্ট্রের এই বেহাল দশা। আজকে এই দেশে যে যেভাবে পারছে লুটপাট করছে। লুটপাটের কারণে আমাদের যে উন্নয়ন বাজেট, তার একটি বড় অংশ লুটপাটে চলে যায়।

তারা দাবি করেন, চট্টগ্রামের ওই ফ্লাইওভারের গার্ডার ভেঙে এর আগে ২১ জন মানুষ মারা গিয়েছিল। এবার সেই ফ্লাইওভারেই ফাটল ধরেছে। তাই আমাদের দাবি— এইসব লুটপাট-দুর্নীতি বন্ধ করা হোক। শুধু দুর্নীতি বন্ধ নয়, এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের কঠিন বিচারের আওতায় আনা হোক।

সমাবেশে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, সোশাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাবেক ছাত্রনেতা বিধান দাস প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া