X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় সহিংসতার ঘটনার সঙ্গে আ.লীগের সম্পর্ক নেই: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ২০:১৬আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২০:২৫

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মাগুরায় সহিংসতার ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শনিবার (৩০ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইউপি নির্বাচনকে ঘিরে মাগুরা জেলার সহিংসতায় নিহতের ঘটনা সম্পর্কে বাহাউদ্দিন নাছিম বলেন, একটা ইউনিয়নের মেম্বার প্রার্থীর মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই প্রার্থীই একই ধারণার ও চিন্তা-চেতনা। তারা এখন পরিচয় দিলেও, আসলে আমাদের ঘরানার লোক না। এটা খুবই স্পষ্ট। তাই এটি আওয়ামী লীগের বিষয় না। স্থানীয় গোষ্ঠীগত দ্বন্দ্ব। যার সঙ্গে আওয়ামী লীগের কোনও সাংগঠনিক সম্পর্ক নেই।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর মাগুরা সদরের জগদল গ্রামে ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আপন দুই ভাইসহ চারজন নিহত হয়।

ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা ও কোন্দলের কারণে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন আ ফ ম আবদুল ফাত্তাহ। যদিও পরে সেই পদত্যাগপত্র প্রত্যাহার করেন তিনি। এ বিষয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, তিনি পদত্যাগ করবেন না। ভালোভাবে দায়িত্ব পালন করবেন এবং ইউপি নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ শুরু করেছেন।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা খুলনা বিভাগের মেহেরপুর, মাগুরা ও ঝিনাইদহের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। ওই তারিখগুলো আজকে রিকনফার্ম করেছি। আর চার তারিখে যাচ্ছি চুয়াডাঙ্গা। বর্ধিত সভা করে সম্মেলনের তারিখ নির্ধারণ করবো। এ জেলাগুলোর সম্মেলন গত কেন্দ্রীয় সম্মেলনের আগে বাকি ছিলো।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা।

/পিএইচসি/এমএস/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ