X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অসহিষ্ণুতার কারণে সাম্প্রদায়িক হামলা হয়: আলী রীয়াজ

ঢাবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ২২:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:১৯

যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রীয়াজ বলেন - সাম্প্রদায়িকতা হলো অসহিষ্ণু হয়ে কোনও সম্প্রদায়ের ওপর হামলা চালানো। তা হতে পারে ধর্মের নামে, রাজনীতির নামে, জাতীয়তার নামে। আর এই সাম্প্রদায়িক হামলা হয় মূলত অসহিষ্ণুতার কারণে। মানুষের মধ্যে যখন সহিষ্ণুতা থাকে না তখন, সাম্প্রদায়িক হামলা করে। এছাড়াও রয়েছে ‑ গণতন্ত্র চর্চার অভাব, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কাজ না করা, প্রশাসনের নীরব ভূমিকা।"

শনিবার (৩০ অক্টোবর) জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “সাম্প্রদায়িকতা: কী, এখনো কেন” শীর্ষক অনলাইনে আয়োজিত আলোচনা সভায় সংযুক্ত থেকে তিনি একথা বলেন।

মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, "ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতা বলতে আমরা যা বুঝি তা হলো, এক ধর্মের ওপর অপর ধর্মের আঘাত। এই সাম্প্রদায়িকতা এখনো কেন বাংলাদেশে-এই বিতর্ক হতে পারে রাজনৈতিক, ঐতিহাসিক, হতে পারে সাংস্কৃতিক বিতর্ক।

তিনি আরও বলেন, "বঙ্গবন্ধু তার সাতই মার্চের ভাষণে বলেছিলেন, বাংলার হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সকলে আমাদের ভাই। তাদের ওপর যেন কোনও অত্যাচার না হয়। সেসময় তিনি অবশ্যই তার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমরা যারা উপস্থিত ছিলাম তারা তা ধারণ করেছি। কিন্তু এই সাম্প্রদায়িক হামলার সময় কোথায় ছিলো আওয়ামী লীগের নেতা কর্মীরা! বিভিন্ন দেশে ক্ষমতার উত্থান-পতন ঘটলেও তার কেউই দেশের মূলনীতির পরিবর্তন করেনি বা আমরা করতে দেখিনি। কিন্তু বাংলাদেশে তা রাষ্ট্রীয় পর্যায় থেকে করা হয়েছে।  সাম্প্রদায়িক শক্তিকে দেশের রাজনীতি করার ব্যবস্থা করে দিয়েছে৷"

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, "১৯৭১ সালে স্বাধীনতার মধ্য দিয়ে যে রাজনীতি আমরা পেয়েছিলাম স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে তা অস্পষ্ট হয়ে গেছে। যেখানে সম্প্রীতি পুনরুদ্ধারের মিছিল হওয়া উচিত, সেখানে সম্প্রীতির মিছিল করার কোনও যৌক্তিকতা নেই।

এসময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক আবুল মোমেন, বাংলাদেশে রোমান ক্যাথলিক চার্চের আর্চবিশপ এনডি ক্রুজ ও নারী পক্ষের সদস্য ও মানবাধিকার কর্মী রিনা রায়।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা