X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এরদোয়ান-বাইডেন বৈঠক, এফ ১৬ নিয়ে আলোচনা

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০২১, ১৯:৩৬আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯:৩৬

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার ইতালিতে জি-২০ সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকে মিলিত হন দুই নেতা। এ সময় তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহসহ নানা বিষয়ে কথা বলেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তুরস্ক রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর দেশটিতে এফ-১৬ যুদ্ধবিমান রফতানি আটকে দেন মার্কিন আইনপ্রণেতারা। এ নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এছাড়া মানবাধিকার ইস্যুতেও উভয় দেশের মধ্যে জোরালো মতপার্থক্য রয়েছে। প্রতিরক্ষা ও মানবাধিকার ইস্যুতে দুই দেশের মধ্যে এমন উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠকে বাইডেন জানিয়েছেন, এফ-১৬ যুদ্ধবিমানের জন্য আঙ্কারার অনুরোধের বিষয়টি যুক্তরাষ্ট্রে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এছাড়া দুই দেশের মধ্যকার বিদ্যমান মতবিরোধ কার্যকরভাবে সামাল দেওয়ার তাগিদ দেন তিনি।

যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, রোমে অনুষ্ঠিত ওই বৈঠকে বাইডেন মানবাধিকারের বিষয়টিও তুলে ধরেছেন।

মার্কিন প্রশাসনের আরেকজন কর্মকর্তা শনিবার জানিয়েছিলেন, কোনও ত্বরিৎ পদক্ষেপ যে দুই দেশের সম্পর্কের জন্য উপকারী হবে না; সে ব্যাপারে এরদোয়ানকে সতর্ক করবেন বাইডেন।

রবিবার দুই নেতার বৈঠক শেষে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং ন্যাটো মিত্র হিসেবে তুরস্কের গুরুত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তবে দেশটিতে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্ব, মানবাধিকারের প্রতি সম্মান এবং শান্তি ও সমৃদ্ধির জন্য আইনের শাসনের ওপর জোর দিয়েছেন।

বৈঠক শুরুর আগে দুই নেতা ছবির জন্য পোজ দেন। এ সময় সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, তিনি তুরস্কের কাছে এফ-১৬ সরবরাহের পরিকল্পনা করছেন কিনা? উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি একটি ভালো আলোচনার পরিকল্পনা করছেন।

/এমপি/
সম্পর্কিত
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যুক্তরাষ্ট্র থেকে কোটি টাকার মাদকের পার্সেল, আটক ৩
ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা
সর্বশেষ খবর
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস