X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
শিল্পকলায় দুর্নীতি

প্রতিবাদলিপিতে মিথ্যা তথ্য দিয়েছিল শিল্পকলা একাডেমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ২০:০৩আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২০:১৬

বাংলা ট্রিবিউন-এ পাঠানো প্রতিবাদলিপিতে মিথ্যা তথ্য দিয়েছিল শিল্পকলা একাডেমি। গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ১৯তম বৈঠকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর দুর্নীতি নিয়ে বিশদ আলোচনা এবং এ বিষয়ে সংসদীয় কমিটি যে মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করার নির্দেশনা দিয়েছিল, সে বিষয়ে বাংলা ট্রিবিউন প্রতিবেদন করে। পরদিন শিল্পকলা একাডেমি থেকে ওই সংবাদের প্রতিবাদ দেওয়া হয় এবং সংবাদটিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ‘কমিটির সেদিনের বৈঠকে মহাপরিচালকের অনিয়ম বা ওই সংক্রান্ত কোনও কিছু নিয়ে বৈঠকে আলোচনা হয়নি’ বলে প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছিল। বৈঠকে অন্যদের পাশাপাশি শিল্পকলা একাডেমির ডিজিও অংশ নিয়েছিলেন।

সাংবাদিকতার নীতিমালা মেনে বাংলা ট্রিবিউন প্রতিবাদটি প্রকাশ করে। পাশাপাশি সংবাদটির সত্যতার জায়গায় অটল থেকে প্রতিবেদক তার ব্যাখ্যাও দেন।

বাংলা ট্রিবিউন যে সত্যতার বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে সংবাদটি প্রকাশ করেছিল তা রবিবার সংসদে অনুষ্ঠিত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ২০তম বৈঠকে প্রমাণিত হয়েছে।

রবিবারের বৈঠকে গত ২৬ সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন দেওয়া হয়। যার একটি কপি বাংলা ট্রিবিউন-এর হাতে এসেছে।

ওই কার্যবিবরণী পর্যালোচনা করে দেখা গেছে—কমিটির সদস্য সুবর্ণা মুস্তাফা শিল্পকলা একাডেমির ডিজির বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ অন্যান্য দুর্নীতির লিখিত অভিযোগ কমিটির সভাপতিসহ সকল সদস্য পেয়েছেন বলে জানান।

এ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় শিল্পকলা একাডেমির বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ প্রকাশ হওয়ার বিষয়টি তিনি কমিটিকে অবহিত করেন। এ বিষয়ে মন্ত্রণালয়কে তদন্ত করে আগামী বৈঠকে প্রতিবেদন দেওয়ার প্রস্তাবও করেন তিনি।

কমিটির অন্য সদস্যরাও সুবর্ণা মুস্তাফার বক্তব্যে একমত পোষণ করে দুর্নীতি সম্পর্কে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন বলে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়।

পরে কমিটির সভাপতি সকলের সঙ্গে একমত পোষণ করে মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করে রবিবারের বৈঠকে প্রতিবেদন দেওয়ার সুপারিশের কথা বলেন। পরে বৈঠকে বিষয়টি ৭ নম্বর সুপারিশ আকারে আনা হয়। তাতে বলা হয়, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিরুদ্ধে কমিটির মাননীয় সদস্যদের নিকট প্রেরিত লিখিত অভিযোগসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মন্ত্রণালয়কে তদন্তপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির আগামী বৈঠকে পেশের সুপারিশ করা হয়।’

২৬ সেপ্টেম্বরের বৈঠকে শিল্পকলার ডিজি অন্যান্য ইস্যুতে কথা বললেও আর্থিক দুর্নীতির বিষয়ে কোনও কথা বলেননি। এমন তথ্য কার্যবিবরণী পর্যালোচনা করে দেখা গেছে।

এদিকে শিল্পকলার দুর্নীতির বিষয়ে রবিবারের বৈঠকে মন্ত্রণালয়কে তদন্ত প্রতিবেদন দিতে বলা হলেও সেটা জমা পড়েছে কিনা জানা যায়নি। এ বিষয়ে কমিটির সভাপতিসহ একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তারা ফোন ধরেননি।

কমিটি-সংশ্লিষ্ট সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও কিছু জানাতে পারেননি। সংসদ-সংশ্লিষ্ট সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তার সঙ্গে আলাপ করলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এ বিষয়ে কমিটির সদস্য কাজী কেরামত আলী বাংলা ট্রিবিউনকে বলেন,  বৈঠকের একটি অংশে তিনি ছিলেন না। ওই সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা বা প্রতিবেদন উপস্থাপন হয়েছে কিনা, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
জয়পুরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রামে কাস্টমসে দুদকের অভিযান
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া