X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

টিকা কার্যক্রম চলা ৮ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৩:৩২আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩:৩২

রাজধানীর টিকা কার্যক্রম চলা আট শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ থাকবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সোমবার (১ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা জানান।  

আজ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ দিন সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রথম টিকা নেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেন এবং নবম শ্রেণির ছাত্রী মাহজাবিন তমা।

মঙ্গলবার (২ নভেম্বর) থেকে আরও সাতটি কেন্দ্রে টিকাদান শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে। পরদিন থেকে হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল কেন্দ্রে টিকাদান শুরু হবে। দ্বিতীয় দিন থেকে প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এ সময় রাজধানীর আটটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘টিকা কার্যযক্রম চলাকালে টিকা কার্যযক্রম চলা আট শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। এতে তেমন কোনও সমস্য হবে না। আগামী ১৪ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে, এর দুই-তিন আগেই মাধ্যমিক সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।’

প্রসঙ্গত, সংক্ষিপ্ত সিলেবাসে আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। আর আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষায় আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে না। গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আবশ্যিক বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

 

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা