X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে গুহার ছাদ ভেঙে মৃত ৯

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ১৩:৪৭আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩:৪৭

সাও পাওলো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত আলতিনোপলিস। সেখানেই আছে ডুয়াস বোকাস গুহা। গুহা এবং ঝরনার জন্য বহু পর্যটক ওই অঞ্চলে বেড়াতে যান। সম্প্রতি একদল দমকল কর্মীও সেখানে গিয়েছিলেন অনুশীলনের জন্য। রেসকিউ অপারেশনের ট্রেনিং চলছিল তাদের।

স্থানীয় মানুষের দাবি, ওই গুহার ভিতরেই ছিলেন দমকল কর্মীরা। শনিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। আর তাতেই গুহার ছাদের একটি অংশ ভেঙে পড়ে। আটকে পড়েন দমকল কর্মীরা। বৃষ্টির কারণে দ্রুত তাদের উদ্ধার করা যাচ্ছিল না। রবিবার উদ্ধার অভিযানের সময় দেখা যায়, ৯ জনের মৃত্যু হয়েছে।

মোট ২৭ জন দমকলকর্মী সেখানে ট্রেনিংয়ে গিয়েছিলেন। পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখনও চারজনের দেহ গুহা থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রশাসনের বক্তব্য, তাদেরকে না জানিয়েই দমকল কর্মীরা ওই গুহায় ট্রেনিংয়ের জন্য গিয়েছিলেন। ঘটনার পর তাদের কাছে খবর পৌঁছায়। দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে টানা অভিযান চালানো সম্ভব হয়নি। হেলিকপ্টার আনা হলেও তা বেশিক্ষণ কাজ করতে পারেনি। আবহাওয়ার কারণে তা ফিরে যায়। ফলে সমস্ত অভিযান পায়ে হেঁটেই চালাতে হয়। স্থানীয় প্রশাসন মোট ২০টি গাড়ি পাঠিয়েছে দুর্ঘটনাস্থলে। ওই গাড়িতে করেই আহত ও নিহতেদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ব্রাজিলের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছেন, যেভাবে ওখানে দমকল কর্মীরা ট্রেনিং করতে গিয়েছিলেন, সেটি পেশাদার আচরণ নয়। ওই ধরনের গুহায় থাকার মতো ট্রেনিং তাদের ছিল না। যে সময়ে যে আবহাওয়ায় তারা সেখানে গিয়েছিলেন, তাও ঠিক নয়।

স্থানীয়রা বলছেন, ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা