X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনসহ ১০ পৌরসভা-ইউপির ভোট আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ০০:০৯আপডেট : ০২ নভেম্বর ২০২১, ০৮:৪৭

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের উপনির্বাচন এবং দেশের সাতটি পৌরসভা ও তিন জেলার চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (২ নভেম্বর) । এছাড়া আজ কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড ও তিনটি পৌরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অবাধ ‍ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনি এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়ায় সিরাজগঞ্জ-৬ আসনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের মেরিনা জাহান, জাতীয় পার্টির মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন করিব। ১৬০টি ভোটকেন্দ্রের এ উপনির্বাচনে ভোট নেওয়া হবে। এদিন সপ্তম ধাপের সাতটি পৌরসভা ও প্রার্থীর মৃত্যুতে স্থগিত চারটি ইউনিয়ন পরিষদে ভোট হবে। সেগুলোর মধ্যে পৌরসভাগুলো হচ্ছে- নীলফামারীর ডোমার, দিনাজপুরের ঘোড়াঘাট, নড়াইলের লোহাগড়া, ফেনীর ছাগলনাইয়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, নরসিংদীর ঘোড়াশাল ও বগুড়ার সোনাতলা পৌরসভা। খাগড়াছড়ির রামগড়ে আওয়ামী লীগের রফিকুল আলম ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একই দলের গোলাম হাক্কানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ায় এ দুটি পৌরসভায় মেয়র পদে ভোট হবে না। তবে কাউন্সিলর পদে ভোট হবে। এছাড়া টাঙ্গাইল, কুষ্টিয়া ও চাঁদপুরের কচুয়া পৌরসভায় একটি করে ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আন্তর্ভুক্ত থাকা চারটিতে আজ ভোট নেওয়া হবে। চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিতকারণে এসব নির্বাচন স্থগিত ছিল। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে-খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী, বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়ায়া ও রামপালের রাজনগর এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, ইসিতে এসে জবাব দেওয়ার নির্দেশ
জাতীয় নির্বাচনের স্ট্যান্ডার্ড উপজেলায় আরও ওপরে নিয়ে যেতে চাই: ইসি রাশেদা
প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট ৮ মে
সর্বশেষ খবর
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা