X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দীর্ঘ অপেক্ষার পর খুললো বেরোবির হল, ক্লাস শুরু ১১ নভেম্বর

রংপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ১৩:৪৭আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩:৪৭

দীর্ঘ ৫৯৪ দিন বন্ধ থাকার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।  মঙ্গলবার (২ নভেম্বর) সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং এক ডোজ টিকার সনদ দেখিয়ে আবাসিক হলে ওঠেন শিক্ষার্থীরা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রদের বঙ্গবন্ধু, শহীদ মুখতার এলাহি ও নারীদের বেগম ফজিলাতুন নেছা হলের সামনে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। তাদের সঙ্গে ছিল বই-খাতাসহ শিক্ষা উপকরণ এবং বেডিংপত্র। এ সময় টিকা নেওয়ার সনদ দেখে হলের দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের বরণ করে নেন।  

এদিকে দীর্ঘদিন পর স্বাভাবিক শিক্ষা পরিবেশে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। তারা আবারও লেখাপড়া করতে পারবে, তাদের পদচারণায় মুখরিত হবে পুরো ক্যাম্পাস এ আশা তাদের। এছাড়া আগামী ১১ নভেম্বর থেকে স্বাভাবিক ক্লাস শুরুর ঘোষণাকেও স্বাগত জানিয়েছেন তারা।

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী মোসলেহীনা আদিনা বলেন, দীর্ঘদিন পর হলে এসে খুবই ভালো লাগছে। দীর্ঘ সময় আমাদের লেখাপড়া বন্ধই ছিল। আশা করবো স্যাররা আমাদের এ ক্ষতি পুষিয়ে দেবেন। 

একই কথা জানান শিক্ষার্থী সাদেকা তাবাসসুম। তিনি বলেন, সুদূর পঞ্চগড় থেকে ভোরের বাসে করে ক্যাম্পাসে আসি। অনেক দিন পর হলে আসতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে।

বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র ইমতিয়াজ বলেন আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। করোনা মহামারিতে আমাদের শিক্ষাজীবনের দুটি বছর ধ্বংস হয়েছে। এবার ক্লাস শুরু হবে, খুলে দেওয়া হয়েছে আবাসিক হল। আশা করি সবাই মিলে আমরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শরীফা সলোয়া ডিনা শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, মঙ্গলবার থেকে হলগুলো খুলে দেওয়া হয়েছে। ১১ নভেম্বর থেকে স্বাভাবিক ক্লাস শুরু হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’