X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটল পায়নি তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ নভেম্বর ২০২১, ১৭:২৮আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭:২৮

চট্টগ্রামের এম এ মান্নান ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটল বা স্থাপনার কোনও ত্রুটি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার (২ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত সদস্য, সড়ক ও জনপদ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আজ ঘটনাস্থলে গিয়ে ফাটল আছে কি-না সেটি খতিয়ে দেখেছি। ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে স্ট্রাকচারালি কোনও সমস্যা নেই। কনস্ট্রাকশন জয়েন্ট থেকে ফোম সরে যাওয়ায় পিলারে ফাটলের মতো চিহ্ন তৈরি হয়েছে। তবে পিলারের কিছু হয়নি।’

তিনি আরও বলেন, ‘যানচলাচলের জন্য ফ্লাইওভারের র‌্যাম্পটি খুলে দিতে বলেছি। তবে এটা নিশ্চিত করতে হবে, যেভাবে ডিজাইন করা হয়েছে সেই অনুযায়ী যেন গাড়ি চলাচল করে।’

এর আগে ২৫ অক্টোবর রাতে ‘ফ্লাইওভারে ফাটল’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করা একটি ছবি ভাইরাল হয়। এরপর চান্দগাঁও থানা আরাকান সড়কমুখী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পিলারে ফাটল নেই জানানো হলেও ঘটনাস্থল পরিদর্শন করে সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী নির্মাণ ত্রুটির কারণে পিলারে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেন। পরে এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য তিনি একটি কমিটি গঠনের নির্দেশ দেন। এরপর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চের পরিচালক ড. আব্দুর রহমান ও সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আজ ঘটনাস্থল পরিদর্শন করেছি। র‍্যাম্পটির পিলারে বড় কোনও সমস্যা পাওয়া যায়নি। বুধবার (৩ নভেম্বর) প্রতিবেদন জমা দেওয়া হবে । সেখানে বিস্তারিত তুলে ধরা হবে।’

এর আগে ২৭ অক্টোবর দুপুরে র‌্যাম্পটির নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ডিপিএম) কনসালটেন্টস লিমিটেডের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই সময় ডিপিএম কনসালটেন্টসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এ সোবহান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পিলারে ফাটলের যেসব ছবি ছড়িয়ে পড়েছে তাতে ফাটলের মতো যে চিহ্ন দেখা যাচ্ছে, তা মূলত কনস্ট্রাকশন জয়েন্ট। মূল স্ট্রাকচারে কোনও ফাটল হয়নি। তিন বছর আগে যেরকম ছিল পিলারের অবস্থা এখনও সে রকম আছে। এতদিন হয়তো কারও চোখে পড়েনি। এটা কোনও ধরনের ফাটল নয়।’

ঘটনাস্থল পরিদর্শনকালে এম এ সোবহান সঙ্গে বিশেষজ্ঞ দলে ছিলেন ডিপিএমের পরিচালক প্রকৌশলী শাহজাহান আলম ও সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সামি মোহাম্মদ রেজা।

একই ধরনের বক্তব্য দিয়েছেন র‌্যাম্প নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান