X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মাইক্রোবাস-মোটরসাইকেলে এসে পথ আটকে যুবলীগ নেতাকে মারধর

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ১৮:৫৩আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৯:০৫

সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হয়েছেন মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জালাল (৫৫)। মঙ্গলবার (২ নভেম্বর) সদর উপজেলার বরুন্ডি-মিতরা সড়কের সুরন্ডী ডায়না ইট খোলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব। আহত জালাল উদ্দিন মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের পাওনান হাটিপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

আটকরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরি চৌকিগাটা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে কাউছার, একই এলাকার তামিম বিশ্বাস ও ডালিম বিশ্বাস। আটকদের কাছ থেকে দুইটি বড় ও একটি ছোট ছুরি, তিনটি লোহার রড়, চারটি হকস্টিক ও সাড়ে ১৬ হাজার টাকা উদ্ধার এবং সাদা রঙের একটি হায়েস গাড়ি জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪, সিপিসি-৩ এর মানিকগঞ্জ অঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার বরুন্ডি-মিতরা সড়কের সুরন্ডী ডায়না ইট খোলা সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে এসে হাটিপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জালালের গতিরোধ করে বেদম মারধর করেন। ঘটনা দেখে স্থানীয় লোকজন সন্ত্রাসীদের ধাওয়া করে। এতে মাইক্রোবাস নিয়ে পালানোর সময় মিতরা বাসস্ট্যান্ড এলাকায় এলে স্থানীয়রা তাদের আটক করে র‌্যাবকে খবর দেয়। র‌্যাব ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসসহ তাদেরকে আটক করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে জালালসহ আহত আরেকজনকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মানিকগঞ্জ সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. শহিদুল আলম রানা জানান, জালাল উদ্দিনের শারীরিক অবস্থা ভালো না। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার ভাতিজা ইব্রাহিম গুরুতর আহত না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান জানান, খবর পেয়ে পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বাকিদেরও গ্রেফতারের চেষ্টা করবে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
বিদেশি প্রভুর ইন্ধনে বিএনপি ভারত বিরোধিতা করছে: শেখ পরশ
মস্কো হামলার সন্দেহভাজনদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!