X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রকৃতি রক্ষায় ১৭ হাজার কোটি টাকা দান করবেন বেজোস

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২১, ২০:২৩আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২০:২৩

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস জানিয়েছেন মহাকাশ ভ্রমণের সময় তিনি প্রকৃতির ভঙ্গুর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। আর এই অবস্থা ঠিক করতে তিনি দুইশ’ কোটি ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ১৩৯ কোটি টাকারও বেশি।

গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ এ বিশ্বের শীর্ষ ধনী জেপ বেজোস জানিয়েছেন এই অর্থ বেজোস আর্থ ফান্ড থেকে ভূমি বিন্যাস এবং খাদ্য ব্যবস্থা পরিবর্তনে বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, ‘বিশ্বের বহু অংশে প্রকৃতি ইতোমধ্যেই কার্বন শোষণকারী থেকে কার্বনের উৎস হয়ে গেছে।’ সামগ্রিকভাবে জলবায়ু মোকাবিলায় এক হাজার কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে বেজোস আর্থ ফান্ড।

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা সাইটের প্রতিষ্ঠাতা বেজোস গ্লাসগোতে তার মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেন। গত জুলাইতে নিজস্ব রকেট নিউ শেপার্ডে চড়ে মহাকাশ ভ্রমণ করেন তিনি। সেসময় পৃথিবীর দুরাবস্থা দেখতে পান তিনি।

বেজোস বলেন, ‘আমাকে বলা হয়েছিলো মহাকাশ থেকে পৃথিবী দেখলে দৃষ্টিভঙ্গি বদলে যাবে কিন্তু সেটা এতোটা সত্য হবে তার জন্য প্রস্তুত ছিলাম না। সেখান থেকে পৃথিবীর দিকে তাকালে দেখা গেলো বায়ুমণ্ডল পাতলা, পৃথিবী সসীম আর খুবই ভঙ্গুর। এখন এটা গুরুত্বপূর্ণ বছর, আর আমরা সবাই জানি এটাই সিদ্ধান্ত গ্রহণের দশক। সেই কারণে আমাদের পৃথিবীর সুরক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’

গত সেপ্টেম্বরে প্রকৃতি এবং আদিবাসী মানুষ ও সংস্কৃতির সুরক্ষায় একশ’ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় বেজোস আর্থ ফান্ড। মঙ্গলবার আরও দুইশ’ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেজোস বলেন আফ্রিকার দুই তৃতীয়াংশ উৎপাদনক্ষম জমি নষ্ট হয়েছে কিন্তু সেগুলো আবার ঠিক করা সম্ভব।

/জেজে/
সম্পর্কিত
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
সর্বশেষ খবর
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
চাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বাজেট
চাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বাজেট
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা