X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তাসকিনকে নিয়ে মাশরাফির কিছু কথা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ২১:১০আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২১:১০

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সেই রান তাড়া করতে ১৪ ওভারে পর্যন্ত লড়তে হয়েছে প্রোটিয়া ব্যাটারদের। আর সেটি হয়েছে তাসকিন আহমেদের আগ্রাসী বোলিংয়েই। প্রথম ওভার থেকে দারুণ সব ডেলিভারিতে আতঙ্কে রেখেছিলেন প্রতিপক্ষকে। তার দুর্দান্ত বোলিংয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এই পেসারকে সঠিকভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন মাশরাফি মুর্তজা।

আজ (মঙ্গলবার) তাসকিনের হাত ধরেই এসেছে প্রথম উইকেট। তার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান প্রোটিয়া ওপেনার রিজা হেনড্রিকস। তার দ্বিতীয় শিকার এইডেন মারক্রাম। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের অনেক বাইরে পড়া বলটা ইন সুইং করে লেগ স্টাম্পের ওপর দিয়ে সীমানার বাইরে চলে যায়। মারক্রাম সেই বলে এতটাই নাজুক ছিলেন যে পরের বলে আরেকটি ইন সুইংয়ে স্লিপেই ক্যাচ তুলে দিলেন। সব মিলিয়ে ১৮ রান খরচায় ২ উইকেট নেন তাসকিন। 

বিশ্বকাপে আসার কাছে সাবেক অধিনায়ক মাশরাফির সঙ্গে কয়েক ঘণ্টা কাজ করেছিলেন তাসকিন। স্লোয়ারে কীভাবে ভালো করা যায়, সেটি দেখিয়ে দিয়েছিলেন মাশরাফি। মঙ্গলবার তাসকিনের বোলিং দেখে মুগ্ধ এই পেসার তাকে ঠিকমতো ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

তরুণ মাশরাফিও বল হাতে তাসকিনের মতো ঝড় তুলতে পারতেন। কিন্তু তখনকার তরুণ এই পেসারকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আর এই কারণে ইনজুরির সঙ্গে বেশি সখ্যতা তৈরি হয়ে যায়। নিজের অভিজ্ঞতা থেকে তাসকিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘সময় এসেছে তাসকিনকে বোঝার, তার শরীর কতটা চাপ নিতে পারে সেটি বুঝতে হবে। দেশের বাইরে বাংলাদেশ দলের খুব গুরুত্বপূর্ণ বোলার সে (তাসকিন)। আমাদের তাকে এমন কোনও চাপ দেওয়া উচিত নয়, যাতে করে দেশের বাইরে আমরা তাকে মিস করি। যেখানে স্লোয়ার ও স্পিন কাজ করে না সেখানেই মূলত তাসকিনের ওপর ভরসা রাখতে হবে।’ তাসকিনকে বেছে বেছে ম্যাচ খেলার পরামর্শই মূলত দিয়েছেন মাশরাফি।

এদিকে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘তাসকিন খুবই ভালো বোলিং করেছে। বিশেষ করে, এই টুর্নামেন্টে সে বেশ ভালো করেছে। তাই আজকের ম্যাচের জন্য তাসকিন ও মোস্তাফিজের যেকোনও একজনকে ভাবা হচ্ছিল এবং আমরা একাদশে তাসকিনকেই নিয়েছি।’

ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে তাসকিন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি বেসিক ঠিক রাখার চেষ্টা করেছি। উইকেটে আজ কিছু ছিল, সিম ছিল, মুভমেন্ট ছিল। উইকেট থেকেও কিছুটা সুবিধা আদায় করতে পেরেছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ঢাকা প্রিমিয়ার লিগরূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
বন্ধুদের সঙ্গে খেলে মাঠ কাঁপালেন মাশরাফি
মাঠে নেমেই মাশরাফির ৫ উইকেট
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা