X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘আই ব্যাংক’ যেন খালি পড়ে না থাকে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ২১:১৫আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২১:১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা ‘আই ব্যাংক; যেন খালি পড়ে না থাকে, সে দিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২ নভেম্বর) এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্থাপিত আই ব্যাংকের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিন বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান দিবস ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘দৃষ্টিহীনদের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই চক্ষুব্যাংক স্থাপন করা হয়েছে। কিন্তু বাংলাদেশে কর্নিয়া সংগ্রহ ও স্থাপনের বিষয়ে এখনও তেমন অগ্রগতি হয়নি। এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে।’

তিনি বলেন, ‘ব্যাংক তো স্থাপন করেছেন, ব্যাংকে যেন কর্নিয়া থাকে। ব্যাংকে যেমন টাকা পয়সা না থাকলে সেই ব্যাংকের কোনও মূল্য থাকে না। ব্যাংকে যেন কর্নিয়া থাকে সেই কার্যক্রম চালাতে হবে। কর্নিয়া নিয়ে যা জানতে পারলাম, এ বিষয়ে আমরা খুব বেশি দূর এগুতে পারিনি। এ পর্যন্ত মাত্র চার হাজারের মতো কর্নিয়া পাওয়া গেছে।’

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এখন কারও রক্তের দরকার হলে হাহাকার শোনা যায় না।’

তিনি বলেন, ‘কারও না কারও আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতজন কেউ না কেউ রক্ত দিতে এগিয়ে আসে। এখন আর ভীতির বিষয়টি কাজ করে না।’

কর্নিয়া সংগ্রহের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মনে করেন ডা. দীপু মনি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে চার হাজারের মতো মানুষের কর্নিয়া নেওয়া হয়েছে, তার বেশিরভাগই বেওয়ারিশ লাশ থেকে। এ কারণে সন্ধানীকে আরও বেশি তৎপর হতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই আন্দোলনকে আরও অনেক দূর নিয়ে যেতে হবে। আমার কেন জানি মনে হয়, সন্ধানী অতীতের যত সাফল্যম, সেই সাফল্যের রোদ্দুর গায়ে মেখে পথ চলছে এখন। সেই জায়গা থেকে একটু বেরিয়ে এসে ওই সাফল্য যে পরিশ্রম থেকে এসেছিল, সেই পরিশ্রম করতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি জানায়, দেশে কর্নিয়াজনিত অন্ধ ব্যক্তির সংখ্যা প্রায় ৫ লাখ। প্রতি বছর নতুন করে ৪০ হাজার মানুষ কর্নিয়াজনিত অন্ধত্বের শিকার হচ্ছে।

কিন্তু সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৪ হাজার ১০৪  জনের কর্নিয়া সংগ্রহ করতে পেরেছে। এরমধ্যে ৩ হাজার ৪৫৯ জনের চোখে কর্নিয়া স্থাপনের মাধ্যমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা গেছে।

অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে মরণোত্তর চক্ষুদানের সংখ্যা খুবই কম। প্রতিবছর বাংলাদেশে যত মানুষ মারা যায়, তার ২ শতাংশের কর্নিয়া সংগ্রহ করতে পারলেও অন্তত ৪০ হাজার মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব হতো।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিঞা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বিএসএমএমইউ-র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দীন আহমেদ, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. তোসাদ্দেক  হোসেন সিদ্দিকী বক্তব্য রাখেন।

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
চিকিৎসকদের ওপর হামলা কিংবা চিকিৎসায় অবহেলা কোনোটাই মেনে নেবো না: স্বাস্থ্যমন্ত্রী
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স স্বাস্থ্য খাতের নতুন অশনি সংকেত: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইনের সংকট হবে না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া