X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হুইল চেয়ার জটিলতায় ক্ষমা চাইলেন জনসন

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২১, ২৩:৩৭আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২৩:৩৭

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ এ ইসরায়েলের এক মন্ত্রী হুইলচেয়ার নিয়ে প্রবেশ করতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত সোমবার গ্লাসগোতে  বাইরে দুই ঘণ্টা অপেক্ষা করেও সম্মেলনস্থলে প্রবেশ করতে ব্যর্থ হয়ে ৮০ কিলোমিটার দূরে নিজের হোটেলে ফিরতে বাধ্য হন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী কারিন এলহারার।

পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেতের সঙ্গে এক পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী কারিন এলহারার। সেই সময় কপ২৬ এ যোগ না দিতে পারায় ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তাতে দ্রুত হস্তক্ষেপ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত। এই ঘটনাকে সবার প্রবেশাধিকার রাখার গুরুত্ব শেখার সুযোগ হিসেবে বর্ণনা করেন তিনি।

পরে মঙ্গলবার হুইলচেয়ারে করেই জলবায়ু সম্মেলনে যোগ দেন কারিন এলহারার। তিনি বলেন খুব সহজেই এদিন তিনি প্রবেশ করতে পেরেছেন।

এর আগে ব্রিটিশ পরিবেশমন্ত্রী জর্জ আস্টিস ইসরায়েলি মন্ত্রী এলহারারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দেন। তিনি বলেন, এই কারণে ব্রিটিশ সরকার ক্ষমা প্রার্থনা করছে।

গত সোমবার এলহারার ইসরায়েলি চ্যানেল ১২কে বলেন তিনি জলবায়ু সম্মেলনস্থলে যেতে পারেননি সেখানে যাওয়ার একমাত্র উপায় ছিলো হয় হেঁটে যাওয়া নয়তো হুইলচেয়ারের অনুপযোগী একটি শাটলে চড়া। তার কার্যালয়ের তরফ থেকে টাইমস অব ইসরায়েলকে জানানো হয়, গ্লাসগোর সম্মেলনস্থলের বাইরে দুই ঘণ্টা অপেক্ষা করেন তিনি। পরে ঘটনাক্রমে তিনি ৮০ কিলোমিটার দূরে স্কটিশ রাজধানী এডিনবার্গে অবস্থিত হোটেলরুমে ফিরে যেতে বাধ্য হন।

সোমবার এক টুইট বার্তায় ইসরায়েলি মন্ত্রী কারিন এলহারার বলেন যে, এটা দুঃখজনক যে জাতিসংঘ তাদের আয়োজনে প্রবেশের সুযোগ দিতে পারেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেতের কার্যালয়ের এক দূত জানান, তারা আনুষ্ঠানিকভাবে আয়োজকদের কাছে অভিযোগ করেছেন।

/জেজে/
সম্পর্কিত
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ