X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রতারকদের কাছে এজেন্টদের নম্বর দিয়ে টাকা পেতেন বিকাশের সাবেক কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৬:০৪আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬:৫৬

বিকাশের কিশোরগঞ্জ জেলার টেরিটোরি ম্যানেজারকে প্রতারকদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম মো. তানভীর সিরাজী সিজার (৩৮)। নতুন বিকাশ এজেন্টদের নম্বর সরবরাহের বিনিময়ে প্রতারকদের কাছ থেকে ১৫ হাজার করে পেতেন তিনি। বুধবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি’র বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান সাইদ।

তবে বিকাশ কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত তানভীর সিরাজী সিজার বিকাশের সাবেক কর্মকর্তা।

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গতকাল মঙ্গলবার সিজারকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের একটি মামলার তদন্ত করতে গিয়ে বিকাশের এই কর্মকর্তার তথ্য পায় সিআইডি।

বিশেষ পুলিশ সুপার জানান, সিরাজী ২০১২ সালে বিকাশের টেরিটোরি ম্যানেজার হিসেবে যোগ দেন। এরপর থেকে তিনি বিকাশ এজেন্টের নম্বর প্রতারকদের কাছে সরবরাহ করতেন।

সাইদুর রহমান সাইদ বলেন, ‘প্রতারকরা বিকাশ এজেন্টদের নম্বর পেয়ে বিকাশ কর্মকর্তা সেজে ফোন দিয়ে কমিশন দেওয়ার কথা বলে পিন নম্বর সংগ্রহ করতো। এরপর এজেন্টদের অ্যাকাউন্টে থাকা সব টাকা হাতিয়ে নিতো তারা।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে মাস্টার্স করা মো. তানভীর সিরাজী অনেকদিন ধরে প্রতারণা করে আসছে বলে দাবি সিআইডি’র। তিনি এর আগে বিকাশের ঢাকা, নেত্রকোনা ও গাজীপুর জেলার টেরিটোরি ম্যানেজার ছিলেন।

সিআইডি জানায়, ফরিদপুরের প্রতারক চক্রদের সঙ্গে মিলে কাজ করতেন তানভীর সিরাজী সিজার। টাঙ্গাইল থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বাদী রাসেলের দাবি, তার বিকাশ এজেন্ট নম্বর থেকে ৪ লাখ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্ররা। মামলায় ছয় প্রতারক গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

প্রতারক চক্রের সঙ্গে আর কোনও বিকাশ কর্মকর্তা জড়িত কিনা তা জানতে তদন্ত চলছে বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার। তিনি বলেন, ‘বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি আমরা জানাবো।’

তবে বিকাশ কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত তানভীর সিরাজী সিজার বিকাশের কর্মকর্তা নন। বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম জানান, শৃঙ্খলতাজনিত কারণে তাকে বিকাশ থেকে চলতি বছরের সেপ্টেম্বরে অব্যাহতি দেওয়া হয়। তদন্ত চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীকে শুরু থেকেই এ বিষয়ে সহযোগিতা করেছে বিকাশ।

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
উপবৃত্তির নামে প্রতারণা, ক্রেডিট-ডেবিট কার্ডে অর্থ লুট
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ
ফেসবুকে ১৩টি পেজ খুলে ব্ল্যাকমেইল, ‘মূলহোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি