X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সন্তানের মৃত্যুতেও এক হতে পারলেন না বাবা-মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৯:১৩আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৯:১৪

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় সন্তানের মৃত্যুর পরও এক হতে পারেনি বাবা-মা। উল্টো পুরনো বিবাদে হাসপাতালেই তারা ঝগড়ায় লিপ্ত হয়। পুলিশ নিহত শিশুটির লাশ মর্গে রেখে দিয়েছে। বুধবার (৩ নভেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বশির  জানান, গত মঙ্গলবার (২ নভেম্বর) রাজধানীর বাড্ডা লিংক রোডে নাভহান হোসেন রাইয়ান (২) নামে এক শিশু পিক-আপের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত হওয়ার পর তার মা নুরজাহান বেগম তাকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বুধবার (৩ নভেম্বর) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মা-বাবার বনিবনা না হওয়ায় শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতো। বাবা ইমরান হোসেন রুবেল আলাদা বাসায় থাকতেন।  সন্তানের মৃত্যুর খবর শুনে তিনিও ঢামেক হাসপাতালে ছুটে আসেন।

নিহত শিশুর বাবা ইমরান জানান, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী আলাদা থাকতেন। সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকেন তার স্ত্রী। যা তার পছন্দ ছিল না। এসব নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব। তবে তিনি সময় পেলে সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি যেতেন। 

ইমরান বলেন, সন্তান আহত হয়েছে। সেটাও তারা জানায়নি। মারা যাওয়ার পর জানতে পেরে  হাসপাতালে এসেছি। সেখানে আমার সন্তানের লাশটিও দেখতে দেওয়া হয়নি। তারা পুলিশের উপস্থিতিতেই আমাকে মারধর করে। এ নিয়ে হাসপাতালে হট্টগোল লেগে যায়। পরবর্তীতে হাসপাতালের দর্শনার্থীরা তাদের শান্ত করেন। শিশুর লাশ মর্গে নিয়ে যায় পুলিশ।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) বশির শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। বর্তমানে মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  তবে শিশুটির মায়ের পরিবারের কেউ এনিয়ে কথা বলতে রাজি হয়নি। তাদের দাবি, শিশুটির বাবা দায়িত্ব পালন করতেন না।

/এআইবি/এআরআর/
সম্পর্কিত
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী