X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডব্লিউএইচও-এর অনুমোদন পেলো কোভ্যাক্সিন

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ১৯:১৭আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২৩:২৪

ভারত বায়োটেকের উৎপাদিত করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্যাপক টানাপড়েনের পর অবশেষে বুধবার এই স্বীকৃতি মিললো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, কোভ্যাক্সিনের স্বীকৃতির জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে দিল্লি। এমনকি জি-২০ শীর্ষ সম্মেলনে বিষয়টি নিয়ে সরব হন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিশ্বে টিকা বৈষম্য ঘোচাতে সক্ষম ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই পাঁচ বিলিয়ন ডোজ ভ্যাকসিন উন্নয়নশীল দেশগুলোকে দিতে পারবে দিল্লি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র না মেলায় কোভ্যাক্সিন টিকা নিয়ে বিদেশে যেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছিল ভারতীয়দের। টিকা নিয়েও কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছিল তাদের। এখন ভ্যাকসিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ায় সেই জটিলতা কাটলো।

এই অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়া অবশ্য খুব মসৃণ ছিল না। গত এপ্রিলে ভ্যাকসিনটির অনুমোদনের আবেদন করেছিল উৎপাদক সংস্থা ভারত বায়োটেক। জুলাইয়ে প্রয়োজনীয় তথ্য দিয়েছিল তারা। ওই তথ্যাদিতে উল্লেখ করা হয়েছিল টিকার সুরক্ষা, কার্যকারিতা ও স্থিতিশীলতা। কিন্তু স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিলম্বের ফলে বিদেশে অসুবিধায় পড়েন ভারতীয় পেশাজীবী ও শিক্ষার্থীসহ অন্যরা।

গত সপ্তাহে ডব্লিউএইচও-এর টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ ঝুঁকির বিষয়টি যাচাই করতে বাড়তি ব্যাখ্যা চায়। তখন সংবাদ সংস্থা পিটিআই-কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জানান, কমিটি সন্তুষ্ট হলে ২৪ ঘণ্টার মধ্যেই অনুমোদনের সুপারিশ চলে আসবে। অবশেষে বুধবার সংস্থাটির চূড়ান্ত অনুমোদন পেলো কোভ্যাক্সিন।

/এমপি/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা