X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যে কারণে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বন্ধ করছে ফেসবুক

দায়িদ হাসান মিলন
০৩ নভেম্বর ২০২১, ২০:৩১আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২০:৩১

ফেসিয়াল রিকগনিশন নামের ফিচারটি বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক বা মেটা। একইসঙ্গে ১০০ কোটি ফেসপ্রিন্ট ডিলিট করারও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২ নভেম্বর) ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, আগামীতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বন্ধ হয়ে যাবে। ফেসবুকের এক-তৃতীয়াংশ ব্যবহারকারী এই সেবা গ্রহণ করেছিলেন। তারপরও সেবাটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি।

ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতো ফেসবুক। যারা এই প্রযুক্তি ব্যবহারে সম্মতি জানাতেন তাদের ছবি ফেসবুকের যেকোনও জায়গা থেকে বাছাই করে ট্যাগের জন্য সাজেস্ট করা হতো। অর্থাৎ, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করা হতো স্বয়ংক্রিয়ভাবে।

মূলত এ কারণেই ফেসিয়াল রিকগনিশন বন্ধ করে দেওয়া হচ্ছে। পরিচয় উন্মোচিত হওয়ার কারণে প্রযুক্তিটির মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে কোনও ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এ বিষয়ে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি বলেন, ‘পরিচয় নিশ্চিতের ক্ষেত্রে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম একটি শক্তিশালী প্রযুক্তি। মানুষের ছবি কোন কোন কাজে ব্যবহৃত হচ্ছে তা নির্ধারণে দৃঢ়ভাবে ব্যক্তিগত গোপনীয়তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ফেসিয়াল রিকগনিশনের ব্যবহার নিয়ে সমাজে নানা ধরনের আশঙ্কা রয়েছে। এ ধরনের অনিশ্চয়তার মধ্যে প্রযুক্তিটি সীমিত করাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করছি আমরা।’

 

 

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
হ্যাকারের কবলে পিডিবির অফিসিয়াল ফেসবুক পেজ
হিরো আলমের ফেসবুক পেজ হ্যাক করেছে ‘উগান্ডা সাইবার টিম’
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা