X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বকেয়া মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৮:৫২আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮:৫২

বকেয়া মজুরি ও আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে গাজীপুরের পোশাক কারখানা স্টাইল ক্রাফট এবং ইয়ং ওয়ানের শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা জানায়, স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়ং ওয়ান লিমিটেড কারখানার ৪২৪৩ জন শ্রমিক-কর্মচারীকে প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমানে তারা অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। নিরুপায় হয়ে গত দশ দিন ধরে তারা ঢাকার শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান করছে।

তারা বলেন, মালিকপক্ষ ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে বেতন-ভাতা এবং ঈদ বোনাস দেয়নি। বর্তমানে কারখানার শ্রমিকদের ছয় মাসের এবং কর্মচারীদের ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। এ পরিস্থিতিতে মালিকপক্ষ বেআইনিভাবে কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিক ও কর্মচারীদের বিপুল অংকের পাওনা পরিশোধ করছে না। 

বিগত ৬ মাসের বেশি সময় ধরে বিভিন্ন পর্যায়ের সরকারি দফতর এবং মালিক সমিতির দ্বারে দ্বারে ঘুরেও সংকটের সুরাহা হয়নি। এ সময়কালে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের উদ্যোগে কয়েকবার শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। কিন্তু মালিকপক্ষ চুক্তি প্রতিপালন করছে না বলে সমাবেশে বক্তারা জানান।

তাদের দাবি, গত ৫ সেপ্টেম্বর শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি অবিলম্বে বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করতে হবে।

এসময় তারা বারবার চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের সীমাহীন হয়রানি করায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা