X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুষ্ঠুভাবে নির্বাচন হওয়া নিয়ে রাঙামাটি আওয়ামী লীগের শঙ্কা

রাঙামাটি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ২২:৩৯আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২২:৩৯

সুষ্ঠুভাবে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন রাঙামাটির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, ‘অবৈধ অস্ত্রধারীদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা না গেলে আসন্ন নির্বাচনে নিরপেক্ষতার উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হবে এবং সন্ত্রাসীরা আরও উৎসাহী হবে। এতে ভোটাধিকার বঞ্চিত হবে জনগণ, ব্যাহত হবে গণতন্ত্র।’

বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রভাবিত করার জন্য অবৈধ অস্ত্রধারীদের সন্ত্রাসী তৎপরতা, প্রার্থীদের হত্যা, অপহরণের অপচেষ্টা প্রতিহত এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় দীপংকর তালুকদার অভিযোগ করে বলেন, ‘শান্তিচুক্তি বাস্তবায়ন চাও আর বেছে বেছে শান্তিচুক্তি বাস্তবায়নের পক্ষের লোকজনকে হত্যা করো। এতে শান্তিচুক্তি বাস্তবায়ন সম্ভব না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দীপংকর তালুকদার আরও বলেন, ‘চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করার জন্য নিরাপত্তা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার হবে।নিরাপত্তা বাহিনীর অভিযানে গত দু-এক বছর সন্ত্রাসীদের অপতৎপরতা অনেকটা সংকুচিত হয়েছিল। কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারা আরও শক্তিশালী হয়ে আবার আমাদের নেতাকর্মী ও নিরীহ জনগণকে হত্যা, জখমের পাশাপাশি প্রাণনাশের হুমকি, নির্যাতন, ভয়-ভীতি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনে তাদের প্রার্থীদের জেতানোর জন্য বেপরোয়া হয়ে উঠেছে।’

ইউপি নির্বাচনের প্রত্যেক ধাপে ভোট কেন্দ্রসহ নির্বাচনি এলাকাগুলোয় নিরাপত্তাবাহিনী, বিশেষ করে, সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপনের দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর প্রমুখ।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা