X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর চাওয়া ছিল সমবায়ের মাধ্যমে সবার উন্নতি: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২১, ১৬:২৭আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬:৪২

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও কোনও একক ব্যক্তিকে প্রাধান্য দিতেন না। তিনি চাইতেন, ছোট-বড় সবাই একসঙ্গে এগিয়ে যাক। তার চাওয়া ছিল, সমবায়ের মাধ্যমে সবার উন্নতি। আর সেই দৃষ্টিকোণ থেকেই তিনি সমবায়কে প্রাধান্য দিতেন।’

শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যশোর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কাজী নাবিল আহমেদ এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’—এই প্রতিপাদ্যে যশোরে দিনটি পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী নাবিল বলেন, ‘সরকারের টেকসই উন্নয়ন প্রচেষ্টা সুনিশ্চিত করতে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সমবায়ের আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।’

জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, পৌর মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এসএম মঞ্জুরুল হক। আলোচনা করেন, যশোর সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি আব্দুস সাত্তার, মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোজাম্মেল হোসেন মিঠু, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি আহাদুল ইসলাম, আরবান আর্টিজান্স সমবায় সমিতির সদস্য এবং জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, আওয়ামী লীগ নেতা মুন্সী মহিউদ্দিন, লুৎফর কবীর বিজু প্রমুখ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
যশোরে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন কাজী নাবিল এমপি
একটি ভাষণের মধ্য দিয়ে একটি জাতির জন্ম হয়: কাজী নাবিল
২৫ মার্চ গণহত্যার উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে নিঃশেষ করা: কাজী নাবিল এমপি
সর্বশেষ খবর
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া